অনলাইন ডেস্ক
মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
মারা গেছেন চীনের সবচেয়ে বয়স্ক মানুষ। ওই নারীর নাম অলিমিহান সেয়িতি। তিনি জিনজিয়াং প্রদেশের কোমবসরিক টাউন শহরে থাকতেন । ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
চীনের সরকারি নথির তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। অর্থাৎ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৩৫ বছর।
২০১৩ সালে ‘চায়না অ্য়াসোসিয়েশন অব গেরেনটোলজি অ্যান্ড জেরিয়াট্রিকস’ চীনের সবচেয়ে বয়স্ক মানুষদের যে তালিকা প্রকাশিত করেছিল, তাতে দেখা গিয়েছিল শীর্ষে রয়েছে ওই নারীর নাম।
ওই নারীর স্বজনেরা জানান, সাধারণ ও সরল জীবনযাপনই এই আশ্চর্যের উৎস। তিনি সব সময়ই সময়তো খাবার খেতেন। রোদ পোহাতেও পছন্দ করতেন। এই বয়সেও নাতি-পুতিদের সামলাতেন। তাঁর দীর্ঘায়ু হওয়ার পেছনে এই অনাড়ম্বর ও আনন্দময় জীবনযাপনকেই প্রধান চাবিকাঠি বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া চীনের কোমবসরিক টাউন শহরের আরেক নাম ‘দীর্ঘায়ুদের শহর’। এখানে ৯০ পেরোনো অসংখ্য মানুষ বসবাস করেন। যদিও তাঁদের মধ্যেও নতুন নজির গড়লেন অলিমিহান সেয়িতি। ওই শহরের ষাটোর্ধ্বদের চিকিৎসা তো বটেই, বাৎসরিক শারীরিক পরীক্ষাও করা হয় চীন সরকারের পক্ষ থেকে। সেই সঙ্গে মাসিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়। ফলে তুলনামূলকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য পান বয়স্ক মানুষেরা, যা তাঁদের দীর্ঘায়ু হওয়ার পথকেই প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
২ ঘণ্টা আগে