অনলাইন ডেস্ক
ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।
ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১৫ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৩১ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
১ ঘণ্টা আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগে