অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ জনগণ। দেশজুড়ে উদ্বেগ কমাতে এবং ছারপোকার উপদ্রব নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ৫ নভেম্বরে রাজধানী সিউল, বুসান ও ইনচিওনের অন্তত ১৭টি স্থানে ছারপোকার উপদ্রব ছড়ানোর খবর পাওয়া গেছে।
ছারপোকা দমনে শুধু সিউলের জন্য ৫০ কোটি ওন (কোরিয়ান মুদ্রা) বাজেট করেছে এবং জরুরি বাহিনী তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার আগেও ফ্রান্স ও যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কথা বেশ আলোচনায় আসে। সেসব দেশেও ছারপোকা জনগণের মধ্যে বেশ আতঙ্ক ও অসন্তোষ তৈরি করে।
এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দায়েগু শহরের বিশ্ববিদ্যালয়ে ছারপোকার হঠাৎ উপদ্রবের কথা উঠে আসে। এরপর বিভিন্ন পর্যটন এলাকায় ও জনশৌচাগারে রক্তচোষা পোকাগুলোর দেখা মেলে।
ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ায় অনেক সিনেমা হল বা গণপরিবহন এড়িয়ে চলছে জনসাধারণ।
ইডেইলিনিউজের প্রতিবেদনে বলা হয়, আপাতত কাপড়ের তৈরি আসনবিশিষ্ট সাবওয়ে ট্রেনে যাতায়াত এড়িয়ে চলছেন ৩৪ বছর বয়সী সিউলের বাসিন্দা চই। এমনকি তিনি ছারপোকার ভয়ে সারা ঘরে কীটনাশক ছিটাচ্ছেন।
আরেক প্রতিবেদনে বলা হয়, সিও নামের আরেকজন বাসিন্দা আপাতত ছারপোকার ভয়ে তাঁর বান্ধবীসহ ঘরেই অবস্থান করছেন।
এর আগে ১৯৬০-এর দশকে দক্ষিণ কোরিয়ায় ছারপোকা দমন করার জন্য দেশব্যাপী নির্মূল অভিযান চালানো হয়। ছারপোকা কোনো ধরনের রোগ না ছড়ালেও এর কামড়ের কারণে তীব্র চুলকানি হতে পারে। স্বস্তি পেতে চুলকানোর কারণে ক্ষতের সৃষ্টি হতে পারে এবং তা থেকে সংক্রমণ বা দাগ হতে পারে।
রক্তচোষা এ কীটগুলো উড়তে না পারলেও বিছানা তোশক বা গদির মধ্যে বাসা বেঁধে থাকে। এগুলো মানসিক চাপেরও সৃষ্টি করে। যাঁরা ছারপোকার কামড়ে সংক্রমিত, তাঁরা প্রায়ই অস্বস্তি, উদ্বেগ ও নিদ্রাহীনতায় ভুগছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ছারপোকার কামড় পরীক্ষা করতে ও প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ নিতে সিউলের বাসিন্দারা গণস্বাস্থ্যকেন্দ্রে ছুটছেন।
সিউলের মেট্রোপলিটন সরকার স্যানিটারি ব্যবস্থা যাচাই করার জন্য হোটেল ও স্নানাগারসহ প্রায় ৩ হাজার ২০০ গণপরিষেবা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ছারপোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গেও সরকার বসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাধারণ কাপড়ের আসনের পরিবর্তে সাবওয়েগুলোতে হট-স্টিম ফ্যাব্রিক ব্যবহারের পরিকল্পনা করছে সিউল।
দক্ষিণ কোরিয়ায় ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ জনগণ। দেশজুড়ে উদ্বেগ কমাতে এবং ছারপোকার উপদ্রব নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হয়, ৫ নভেম্বরে রাজধানী সিউল, বুসান ও ইনচিওনের অন্তত ১৭টি স্থানে ছারপোকার উপদ্রব ছড়ানোর খবর পাওয়া গেছে।
ছারপোকা দমনে শুধু সিউলের জন্য ৫০ কোটি ওন (কোরিয়ান মুদ্রা) বাজেট করেছে এবং জরুরি বাহিনী তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার আগেও ফ্রান্স ও যুক্তরাজ্যে ছারপোকার উপদ্রবের কথা বেশ আলোচনায় আসে। সেসব দেশেও ছারপোকা জনগণের মধ্যে বেশ আতঙ্ক ও অসন্তোষ তৈরি করে।
এর আগে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দায়েগু শহরের বিশ্ববিদ্যালয়ে ছারপোকার হঠাৎ উপদ্রবের কথা উঠে আসে। এরপর বিভিন্ন পর্যটন এলাকায় ও জনশৌচাগারে রক্তচোষা পোকাগুলোর দেখা মেলে।
ছারপোকার ভয়ে দক্ষিণ কোরিয়ায় অনেক সিনেমা হল বা গণপরিবহন এড়িয়ে চলছে জনসাধারণ।
ইডেইলিনিউজের প্রতিবেদনে বলা হয়, আপাতত কাপড়ের তৈরি আসনবিশিষ্ট সাবওয়ে ট্রেনে যাতায়াত এড়িয়ে চলছেন ৩৪ বছর বয়সী সিউলের বাসিন্দা চই। এমনকি তিনি ছারপোকার ভয়ে সারা ঘরে কীটনাশক ছিটাচ্ছেন।
আরেক প্রতিবেদনে বলা হয়, সিও নামের আরেকজন বাসিন্দা আপাতত ছারপোকার ভয়ে তাঁর বান্ধবীসহ ঘরেই অবস্থান করছেন।
এর আগে ১৯৬০-এর দশকে দক্ষিণ কোরিয়ায় ছারপোকা দমন করার জন্য দেশব্যাপী নির্মূল অভিযান চালানো হয়। ছারপোকা কোনো ধরনের রোগ না ছড়ালেও এর কামড়ের কারণে তীব্র চুলকানি হতে পারে। স্বস্তি পেতে চুলকানোর কারণে ক্ষতের সৃষ্টি হতে পারে এবং তা থেকে সংক্রমণ বা দাগ হতে পারে।
রক্তচোষা এ কীটগুলো উড়তে না পারলেও বিছানা তোশক বা গদির মধ্যে বাসা বেঁধে থাকে। এগুলো মানসিক চাপেরও সৃষ্টি করে। যাঁরা ছারপোকার কামড়ে সংক্রমিত, তাঁরা প্রায়ই অস্বস্তি, উদ্বেগ ও নিদ্রাহীনতায় ভুগছেন।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ছারপোকার কামড় পরীক্ষা করতে ও প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ নিতে সিউলের বাসিন্দারা গণস্বাস্থ্যকেন্দ্রে ছুটছেন।
সিউলের মেট্রোপলিটন সরকার স্যানিটারি ব্যবস্থা যাচাই করার জন্য হোটেল ও স্নানাগারসহ প্রায় ৩ হাজার ২০০ গণপরিষেবা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ছারপোকা নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর উপায় বের করতে বিশেষজ্ঞদের সঙ্গেও সরকার বসবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সাধারণ কাপড়ের আসনের পরিবর্তে সাবওয়েগুলোতে হট-স্টিম ফ্যাব্রিক ব্যবহারের পরিকল্পনা করছে সিউল।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
৪৪ মিনিট আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে