অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার দেশত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্টের স্পিকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আরও এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দের ঢেউ বয়ে যায় আন্দোলনকারীদের মাঝে। রাজধানী কলম্বোয় আনন্দ মিছিল বের করেন তাঁরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কিন্তু গোতাবায়ার পদত্যাগের সংবাদ শোনার পর আন্দোলনকারীরা কারফিউ অমান্য করে প্রেসিডেন্ট ভবনের সামনে উৎসবে মেতে উঠে। এ সময় তাঁরা আতশবাজি ফুটিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে এবং রাজাপক্ষের নাম নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ প্রকাশ করে।
আন্দোলনকারীদের একজন দামিথা আবেয়ারত্নে বলেছেন, ‘আজ সারা দেশই উদ্যাপন করবে। এটি নিঃসন্দেহে একটি বড় বিজয়। আমরা কখনোই ভাবিনি আমরা তাদের শাসনের কবল থেকে মুক্তি পাব।’
এদিকে, আজ বিক্ষোভের মুখে পালিয়ে দেশ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নিজের পদত্যাগপত্র দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল শুক্রবার দেওয়া হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া রাজাপক্ষে তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছে ই-মেইল করেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। গতকাল বুধবার রাতেই তিনি এ ই-মেইল করেন। তবে কিছু কৌশলগত বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা চলার কারণে এখনো এ নিয়ে সরাসরি কোনো বিবৃতি আসেনি।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের বোয়িং–৭৮৭ ড্রিমলাইনার যোগে গোতাবায়া সিঙ্গাপুরে পৌঁছান।
শ্রীলঙ্কার দেশত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্টের স্পিকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আরও এই খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দের ঢেউ বয়ে যায় আন্দোলনকারীদের মাঝে। রাজধানী কলম্বোয় আনন্দ মিছিল বের করেন তাঁরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কিন্তু গোতাবায়ার পদত্যাগের সংবাদ শোনার পর আন্দোলনকারীরা কারফিউ অমান্য করে প্রেসিডেন্ট ভবনের সামনে উৎসবে মেতে উঠে। এ সময় তাঁরা আতশবাজি ফুটিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে এবং রাজাপক্ষের নাম নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ প্রকাশ করে।
আন্দোলনকারীদের একজন দামিথা আবেয়ারত্নে বলেছেন, ‘আজ সারা দেশই উদ্যাপন করবে। এটি নিঃসন্দেহে একটি বড় বিজয়। আমরা কখনোই ভাবিনি আমরা তাদের শাসনের কবল থেকে মুক্তি পাব।’
এদিকে, আজ বিক্ষোভের মুখে পালিয়ে দেশ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নিজের পদত্যাগপত্র দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল শুক্রবার দেওয়া হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া রাজাপক্ষে তাঁর পদত্যাগপত্র স্পিকারের কাছে ই-মেইল করেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। গতকাল বুধবার রাতেই তিনি এ ই-মেইল করেন। তবে কিছু কৌশলগত বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা চলার কারণে এখনো এ নিয়ে সরাসরি কোনো বিবৃতি আসেনি।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের বোয়িং–৭৮৭ ড্রিমলাইনার যোগে গোতাবায়া সিঙ্গাপুরে পৌঁছান।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১৪ মিনিট আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
৩৩ মিনিট আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
১ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
২ ঘণ্টা আগে