অনলাইন ডেস্ক
ঢাকা: ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মানাদো শহর থেকে ২০০ কিলোমিটার পূর্ব দক্ষিণ–পূর্বের মেলাকা সাগরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ কিলোমিটার। ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্যটি জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার উত্তর–পশ্চিমের টার্নেট শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টার্নেট শহরের এক বাসিন্দা নাসারুদিন আমিন বলেন, এটি অনেক বড় ঝাঁকুনিই ছিল। তবে লোকজন আতঙ্কিত হয়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। এ অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে। টেকটোনিক প্লেটগুলোর বিচ্যুতি ঘটে প্রায়ই। শুধু ইন্দোনেশিয়া নয় জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশই এ কারণে ঝুঁকিতে রয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে শতাধিক মানুষ প্রাণ হারান। ২০১৯ সালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।
২০১৮ সালে দেশটির লোম্বাক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটির সাড়ে পাঁচ শতাধিক মানুষ মারা গিয়েছিল।
২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।
ঢাকা: ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মানাদো শহর থেকে ২০০ কিলোমিটার পূর্ব দক্ষিণ–পূর্বের মেলাকা সাগরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ৬৪ কিলোমিটার। ইউরোপিয়ান মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্যটি জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার উত্তর–পশ্চিমের টার্নেট শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টার্নেট শহরের এক বাসিন্দা নাসারুদিন আমিন বলেন, এটি অনেক বড় ঝাঁকুনিই ছিল। তবে লোকজন আতঙ্কিত হয়নি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। এ অঞ্চলে সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে। টেকটোনিক প্লেটগুলোর বিচ্যুতি ঘটে প্রায়ই। শুধু ইন্দোনেশিয়া নয় জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশই এ কারণে ঝুঁকিতে রয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে শতাধিক মানুষ প্রাণ হারান। ২০১৯ সালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।
২০১৮ সালে দেশটির লোম্বাক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটির সাড়ে পাঁচ শতাধিক মানুষ মারা গিয়েছিল।
২০০৪ সালে সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৯ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
২ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগে