অনলাইন ডেস্ক
জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত খিয়াও মোয়ে তুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে বার্মিজ দুই নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের দূত খিয়াও মোয়ে তুনকে হত্যার জন্য অভিযুক্ত ওই দুই নাগরিক থাইল্যান্ডের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে চক্রান্ত করেছিলেন। অভিযুক্ত ওই ব্যবসায়ী মিয়ানমারের সামরিক বাহিনীর কাছেও অস্ত্র বিক্রি করে থাকেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নির কার্যালয় স্থানীয় সময় শুক্রবার জানায়, জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত ওই দুই বার্মিজ নাগরিক হচ্ছেন ২৮ বছর বয়সী ফিও হেইন তুত এবং ২০ বছর বয়সী ইয়ে হেইন জাউ। তাঁদের উভয়ের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি কর্মকর্তার ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
অভিযোগে বলা হয়, ফিও হেইন তুত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন যে থাইল্যান্ডের ওই অস্ত্র ব্যবসায়ী অনলাইনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং খিয়াও মোয়ে তুনকে আহত করে দায়িত্ব থেকে নামানোর পরিকল্পনা করেন। যদি খিয়াও মোয়ে তুন দায়িত্ব থেকে না সরে তাহলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন ওই ব্যবসায়ী।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে গাড়ি দুর্ঘটনার মাধ্যমে হত্যার জন্য পরিকল্পনা হয় বলে জানান ফিও হেইন তুত।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি খিয়াও মোয়ে তুন।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার। ক্ষমতাচ্যুত হলেও জাতিসংঘে এই সরকারেরই প্রতিনিধিত্ব করেন খিয়াও মোয়ে তুন।
জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত খিয়াও মোয়ে তুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে বার্মিজ দুই নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের দূত খিয়াও মোয়ে তুনকে হত্যার জন্য অভিযুক্ত ওই দুই নাগরিক থাইল্যান্ডের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে চক্রান্ত করেছিলেন। অভিযুক্ত ওই ব্যবসায়ী মিয়ানমারের সামরিক বাহিনীর কাছেও অস্ত্র বিক্রি করে থাকেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নির কার্যালয় স্থানীয় সময় শুক্রবার জানায়, জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তারকৃত ওই দুই বার্মিজ নাগরিক হচ্ছেন ২৮ বছর বয়সী ফিও হেইন তুত এবং ২০ বছর বয়সী ইয়ে হেইন জাউ। তাঁদের উভয়ের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি কর্মকর্তার ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
অভিযোগে বলা হয়, ফিও হেইন তুত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছেন যে থাইল্যান্ডের ওই অস্ত্র ব্যবসায়ী অনলাইনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং খিয়াও মোয়ে তুনকে আহত করে দায়িত্ব থেকে নামানোর পরিকল্পনা করেন। যদি খিয়াও মোয়ে তুন দায়িত্ব থেকে না সরে তাহলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন ওই ব্যবসায়ী।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে গাড়ি দুর্ঘটনার মাধ্যমে হত্যার জন্য পরিকল্পনা হয় বলে জানান ফিও হেইন তুত।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি খিয়াও মোয়ে তুন।
গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার। ক্ষমতাচ্যুত হলেও জাতিসংঘে এই সরকারেরই প্রতিনিধিত্ব করেন খিয়াও মোয়ে তুন।
অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
৪ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৫ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৫ ঘণ্টা আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
৫ ঘণ্টা আগে