অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তাঁর টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সাজিথ প্রেমাদাসা টুইটারে লিখেছেন, ‘দেশের বৃহত্তম স্বার্থে প্রেসিডেন্ট পদ থেকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।’
আগামীকাল বুধবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সংসদ সদস্য দুল্লাস আলাহাপ্পেরুমা এবং বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা প্রার্থী ছিলেন। সেই নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজিথ প্রেমাদাসা।
টুইটার পোস্টে সাজিথ আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দুল্লাস আলাহাপ্পেরুমাকে সমর্থন দেবেন।
নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান। আগামীকাল বুধবার শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জনা বালাওয়েগায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা। তাঁর বয়স ৫৫ এবং তিনি একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। কিন্তু পার্লামেন্টে তাঁর দলের মাত্র ৫০ জন আইনপ্রণেতা রয়েছেন।
প্রেমাদাসা লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন। ১৯৯৩ সালে একটি আত্মঘাতী বোমা হামলায় তাঁর বাবা প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসা নিহত হওয়ার পর তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
সাজিথ প্রেমাদাসা ২০০০ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রবেশ করেছিলেন। পরে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি আবাসন নির্মাণ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিযুক্ত হন।
শ্রীলঙ্কার গণমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাজিথ প্রেমাদাসা। তিনি বলেছেন, ‘আমি আমার মাতৃভূমির স্বার্থে এবং শ্রীলঙ্কার জনগণের অধিকার রক্ষার স্বার্থে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেব।’
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তাঁর টুইটার পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সাজিথ প্রেমাদাসা টুইটারে লিখেছেন, ‘দেশের বৃহত্তম স্বার্থে প্রেসিডেন্ট পদ থেকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।’
আগামীকাল বুধবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সংসদ সদস্য দুল্লাস আলাহাপ্পেরুমা এবং বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা প্রার্থী ছিলেন। সেই নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজিথ প্রেমাদাসা।
টুইটার পোস্টে সাজিথ আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দুল্লাস আলাহাপ্পেরুমাকে সমর্থন দেবেন।
নজিরবিহীন গণবিক্ষোভের জেরে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান। শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিযুক্ত করে যান। আগামীকাল বুধবার শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জনা বালাওয়েগায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা। তাঁর বয়স ৫৫ এবং তিনি একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। কিন্তু পার্লামেন্টে তাঁর দলের মাত্র ৫০ জন আইনপ্রণেতা রয়েছেন।
প্রেমাদাসা লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা করেছেন। ১৯৯৩ সালে একটি আত্মঘাতী বোমা হামলায় তাঁর বাবা প্রেসিডেন্ট রণসিংহ প্রেমাদাসা নিহত হওয়ার পর তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
সাজিথ প্রেমাদাসা ২০০০ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রবেশ করেছিলেন। পরে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি আবাসন নির্মাণ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিযুক্ত হন।
শ্রীলঙ্কার গণমাধ্যম নিউজ ফার্স্ট জানিয়েছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাজিথ প্রেমাদাসা। তিনি বলেছেন, ‘আমি আমার মাতৃভূমির স্বার্থে এবং শ্রীলঙ্কার জনগণের অধিকার রক্ষার স্বার্থে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেব।’
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
১ ঘণ্টা আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
২ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
৩ ঘণ্টা আগে