অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। থাই নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) থাইল্যান্ডের উপসাগরে মৃত নাবিকদের সঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়জনের মৃতদেহ উদ্ধারের পর এখনো নিখোঁজ আরও ২৩ নাবিকের সন্ধানে থাইল্যান্ড উপসাগরে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অভিযান চলছে। থাই নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি চারটি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে মোতায়েন করা হয়।
রোববার রাতে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে যায় যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই। ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এরপর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়।
বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়। নৌবাহিনী বলছে, জাহাজডুবির পর এ পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাতে ঝড়ের কবলে পড়ায় অনেক নাবিকই সম্ভবত ঘুমিয়ে ছিলেন এবং পরে বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইফবোট বের করার বিধিও অনুসরণ করতে পারেননি বলে ধারণা অনেকের।
থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ছয় ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। থাই নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) থাইল্যান্ডের উপসাগরে মৃত নাবিকদের সঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়জনের মৃতদেহ উদ্ধারের পর এখনো নিখোঁজ আরও ২৩ নাবিকের সন্ধানে থাইল্যান্ড উপসাগরে ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অভিযান চলছে। থাই নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি চারটি জাহাজ ও একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে মোতায়েন করা হয়।
রোববার রাতে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রী নিয়ে থাইল্যান্ড উপসাগরে ডুবে যায় যুদ্ধজাহাজ এইচটিএমএস সুখোথাই। ব্যাংককের দক্ষিণে প্রেচুয়াপ খিরি খান প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এ সময় জাহাজটিতে পানি ঢোকার পর এর পাটাতন ডুবে যায়। এরপর জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে শর্টসার্কিট হয়।
বিদ্যুৎ চলে যাওয়ার পরও ক্রুরা নিয়ন্ত্রণ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু জাহাজটি একপাশে কাত হয়ে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ডুবে যায়। নৌবাহিনী বলছে, জাহাজডুবির পর এ পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাতে ঝড়ের কবলে পড়ায় অনেক নাবিকই সম্ভবত ঘুমিয়ে ছিলেন এবং পরে বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইফবোট বের করার বিধিও অনুসরণ করতে পারেননি বলে ধারণা অনেকের।
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
৬ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৯ ঘণ্টা আগে