অনলাইন ডেস্ক
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, লিবিয়ার বন্যায় এত বেশি মানুষের মৃত্যু এড়ানো যেত। এজন্য দেশটির দুর্যোগ সতর্কতা ব্যবস্থার সমালোচনা করেছে সংস্থাটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থাকে অনেকটাই অকার্যকর বলে মন্তব্য করেছে জাতিসংঘের এই বিশেষ সংস্থা।
ডব্লিউএমওর সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস বলেন, আবহাওয়া ব্যবস্থার সংস্কারে ডব্লিউএমও এর আগে লিবিয়ার কর্তৃপক্ষকে সহায়তা করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে তা বাধাগ্রস্ত হয়। যেহেতু দেশটির নিরাপত্তা পরিস্থিতি খুবই কঠিন, সেখানে গিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানোও সে রকমই কষ্টসাধ্য।
গত রোববার লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী একটি ঝড় ও জলোচ্ছ্বাসে দুইটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ বাসিন্দার বন্দরনগরী দেরনা। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে যায় অসংখ্য মানুষ।
এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক দাবি করেছেন, মৃতের সংখ্যা ২০ হাজারের ঘরে পৌঁছাবে। সৌদি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেরনার মেয়র আবদুলমেনাম আল–ঘাইথিও মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, লিবিয়ার বন্যায় এত বেশি মানুষের মৃত্যু এড়ানো যেত। এজন্য দেশটির দুর্যোগ সতর্কতা ব্যবস্থার সমালোচনা করেছে সংস্থাটি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থাকে অনেকটাই অকার্যকর বলে মন্তব্য করেছে জাতিসংঘের এই বিশেষ সংস্থা।
ডব্লিউএমওর সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস বলেন, আবহাওয়া ব্যবস্থার সংস্কারে ডব্লিউএমও এর আগে লিবিয়ার কর্তৃপক্ষকে সহায়তা করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে তা বাধাগ্রস্ত হয়। যেহেতু দেশটির নিরাপত্তা পরিস্থিতি খুবই কঠিন, সেখানে গিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানোও সে রকমই কষ্টসাধ্য।
গত রোববার লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী একটি ঝড় ও জলোচ্ছ্বাসে দুইটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ বাসিন্দার বন্দরনগরী দেরনা। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে যায় অসংখ্য মানুষ।
এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে।
দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক দাবি করেছেন, মৃতের সংখ্যা ২০ হাজারের ঘরে পৌঁছাবে। সৌদি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেরনার মেয়র আবদুলমেনাম আল–ঘাইথিও মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন।
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
৪ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
৬ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
৭ ঘণ্টা আগে