অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নামাল রাজাপক্ষে। নামাল দেশটির প্রধানমন্ত্রীর মাহিন্দা রাজাপক্ষের ছেলে এবং দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ নিরর্থক’ বলে আখ্যা দিয়েছেন নামাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ রোববার এক সরকারি আদেশে শ্রীলঙ্কার সরকার দেশটিতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অ্যাকসেস বাতিল করে। সরকারি আদেশে বলা হয়েছে, ‘ভুয়া তথ্য’ প্রচার রোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বীপদেশটি বিগত কয়েক মাস ধরে একটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং দেশটিতে এই সংকটের পরিপ্রেক্ষিতে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।
শ্রীলঙ্কা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নামাল রাজাপক্ষে এক টুইটে লিখেছেন, ‘আমি কখনোই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করব না। ভিপিএন দিয়ে ঠিকই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাচ্ছে—যেমনটা আমি এখন করছি। এ ধরনের নিষেধাজ্ঞা ‘সম্পূর্ণ নিরর্থক’। আমি কর্তৃপক্ষকে আরও প্রগতিশীল চিন্তা করার এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’
এদিকে সারা দেশে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কার পুলিশ। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির মুখে সরকারবিরোধী গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় পুলিশ ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। শনিবার দেশটির পুলিশ বিভাগ থেকে এই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে এই কারফিউ কার্যকর হবে এবং পরবর্তী সোমবার সকালে তুলে নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশটিতে উদ্ভূত অর্থনৈতিক সংকটের কারণে সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের গণবিক্ষোভ দমনে পুলিশ কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা প্রদান করেন।
এদিকে দেশটির সাধারণ নাগরিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও আন্দোলন গড়ে তুলেছেন। দেশটির ক্ষমতায় থাকা রাজাপক্ষে পরিবারের পদত্যাগ চেয়ে ‘#GoHomeRajapaksas’ এবং ‘#GotaGoHome’ হ্যাশট্যাগ লিখে বিগত কয়েক দিন ধরেই টুইটার, ফেসবুকে সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে এবং দেশটিতে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র ঘাটতি, তীব্র মূল্যবৃদ্ধি এবং প্রায় অথর্ব হয়ে যাওয়া বিদ্যুৎব্যবস্থার সঙ্গে লড়াই করছে।
শ্রীলঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন নামাল রাজাপক্ষে। নামাল দেশটির প্রধানমন্ত্রীর মাহিন্দা রাজাপক্ষের ছেলে এবং দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ নিরর্থক’ বলে আখ্যা দিয়েছেন নামাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আজ রোববার এক সরকারি আদেশে শ্রীলঙ্কার সরকার দেশটিতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অ্যাকসেস বাতিল করে। সরকারি আদেশে বলা হয়েছে, ‘ভুয়া তথ্য’ প্রচার রোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বীপদেশটি বিগত কয়েক মাস ধরে একটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং দেশটিতে এই সংকটের পরিপ্রেক্ষিতে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।
শ্রীলঙ্কা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নামাল রাজাপক্ষে এক টুইটে লিখেছেন, ‘আমি কখনোই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বাতিল করার সিদ্ধান্তকে সমর্থন করব না। ভিপিএন দিয়ে ঠিকই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাচ্ছে—যেমনটা আমি এখন করছি। এ ধরনের নিষেধাজ্ঞা ‘সম্পূর্ণ নিরর্থক’। আমি কর্তৃপক্ষকে আরও প্রগতিশীল চিন্তা করার এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’
এদিকে সারা দেশে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কার পুলিশ। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির মুখে সরকারবিরোধী গণবিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় পুলিশ ৩৬ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছে। শনিবার দেশটির পুলিশ বিভাগ থেকে এই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা থেকে এই কারফিউ কার্যকর হবে এবং পরবর্তী সোমবার সকালে তুলে নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশটিতে উদ্ভূত অর্থনৈতিক সংকটের কারণে সরকারের বিরুদ্ধে যেকোনো ধরনের গণবিক্ষোভ দমনে পুলিশ কর্তৃপক্ষকে ব্যাপক ক্ষমতা প্রদান করেন।
এদিকে দেশটির সাধারণ নাগরিকেরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও আন্দোলন গড়ে তুলেছেন। দেশটির ক্ষমতায় থাকা রাজাপক্ষে পরিবারের পদত্যাগ চেয়ে ‘#GoHomeRajapaksas’ এবং ‘#GotaGoHome’ হ্যাশট্যাগ লিখে বিগত কয়েক দিন ধরেই টুইটার, ফেসবুকে সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে এবং দেশটিতে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র ঘাটতি, তীব্র মূল্যবৃদ্ধি এবং প্রায় অথর্ব হয়ে যাওয়া বিদ্যুৎব্যবস্থার সঙ্গে লড়াই করছে।
প্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৪ মিনিট আগেগত দুই মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ২০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। আজ মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেঅদূর ভবিষ্যতে ভারতে সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পুতিনের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই ঘোষণা দিয়েছেন। তবে আসন্ন সফরের দিনক্ষণ নিয়ে কোনো তথ্য দেননি তিনি।
১ ঘণ্টা আগেরাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা।
১ ঘণ্টা আগে