অনলাইন ডেস্ক
ভাতও রান্না করে দেবে, আবার কথায় কথায় ঝগড়াও করবে না। এমনই এক জীবনসঙ্গিনীকে বিয়ে করতে চেয়েছিলেন ইন্দোনেশিয়ার যুবক খয়রুল আনাম। সেই অনুযায়ী, রাইস কুকারকেই বেছে নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন খয়রুল। কোনো ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ঘোমটা পরানো কুকার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা ছবিতে ‘নববধূ’ কুকারকে চুম্বন করতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে কয়েক জনকে সাক্ষী রেখে বিয়ের সই করছেন।
ছবিগুলোর নিচে ক্যাপশনও দিয়েছেন খয়রুল। রাইস কুকারকে বিয়ের করার কারণ জানাতে তিনি লিখেছেন, ‘আমি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এটা দেখতে সুন্দর, রান্নাও ভালো করে।’ খয়রুল আনামের ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লাইক–কমেন্ট পড়ে হাজার হাজার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। কেউ কটাক্ষ করেছেন তো কেউ আবার নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে ইন্দোনেশিয়ার সেই ব্যক্তি খাইরুলের এই দাম্পত্য জীবন বেশি দিন সুখের হয়নি। এই কাহিনিতে একটা বিরহও রয়েছে। বিয়ের চার দিন পরই ‘নববধূ’র সঙ্গে বিচ্ছেদ হয় খাইরুলের। সেই বিচ্ছেদের খবর নিজেই ঘোষণা করেছেন তিনি। যে কারণের জন্য কুকারকে বিয়ে করেছিলেন খয়রুল , এ বার তাঁর গলায় ধরা পড়ল অন্য সুর। খাইরুলের দাবি, ভাত রান্না করতে পারলেও অন্য কোনো খাবার তৈরি করতে পারে না তাঁর ‘স্ত্রী’! আর সে কারণেই তাকে নিজের জীবন থেকে বিচ্ছেদ করেছেন।
ভাতও রান্না করে দেবে, আবার কথায় কথায় ঝগড়াও করবে না। এমনই এক জীবনসঙ্গিনীকে বিয়ে করতে চেয়েছিলেন ইন্দোনেশিয়ার যুবক খয়রুল আনাম। সেই অনুযায়ী, রাইস কুকারকেই বেছে নিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন খয়রুল। কোনো ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ঘোমটা পরানো কুকার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা ছবিতে ‘নববধূ’ কুকারকে চুম্বন করতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে কয়েক জনকে সাক্ষী রেখে বিয়ের সই করছেন।
ছবিগুলোর নিচে ক্যাপশনও দিয়েছেন খয়রুল। রাইস কুকারকে বিয়ের করার কারণ জানাতে তিনি লিখেছেন, ‘আমি রাইস কুকারকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এটা দেখতে সুন্দর, রান্নাও ভালো করে।’ খয়রুল আনামের ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে। লাইক–কমেন্ট পড়ে হাজার হাজার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। কেউ কটাক্ষ করেছেন তো কেউ আবার নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে ইন্দোনেশিয়ার সেই ব্যক্তি খাইরুলের এই দাম্পত্য জীবন বেশি দিন সুখের হয়নি। এই কাহিনিতে একটা বিরহও রয়েছে। বিয়ের চার দিন পরই ‘নববধূ’র সঙ্গে বিচ্ছেদ হয় খাইরুলের। সেই বিচ্ছেদের খবর নিজেই ঘোষণা করেছেন তিনি। যে কারণের জন্য কুকারকে বিয়ে করেছিলেন খয়রুল , এ বার তাঁর গলায় ধরা পড়ল অন্য সুর। খাইরুলের দাবি, ভাত রান্না করতে পারলেও অন্য কোনো খাবার তৈরি করতে পারে না তাঁর ‘স্ত্রী’! আর সে কারণেই তাকে নিজের জীবন থেকে বিচ্ছেদ করেছেন।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
১৭ মিনিট আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৩৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
৪০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগে