অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৭ ঘণ্টা আগে