অনলাইন ডেস্ক
আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ফিরে পাওয়ার জন্য করা মিছিলে পিপার স্প্রে প্রয়োগ করেছে তালেবান বাহিনী। তিনজন আন্দোলনকারীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে সমতা এবং ন্যায়বিচার বলে স্লোগান দিতে থাকেন। পরে তালেবান বাহিনী এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা যখন কাবুল ইউনিভার্সিটির কাছে ছিলাম তখন তিনটি তালেবান গাড়ি আসে । একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করে। পিপার স্প্রে প্রয়োগের পর আমার চোখ জ্বলা শুরু করে। তখন আমি তাদের একজনকে বলেছি, আপনাদের লজ্জা হওয়া উচিত।’
আন্দোলনে অংশ নেওয়া আরও দুজন আন্দোলনকারী বলেন, আন্দোলনে অংশ নেওয়া এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপির প্রতিনিধি জানান, এই ঘটনার দৃশ্য রেকর্ড করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তালেবান বাহিনী।
তালেবান ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে নারীদের ফিরতে দেওয়া হয়নি। এখনো আফগানিস্তানে অনেক প্রাথমিক স্কুলে নারীদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ করেছে তালেবান।
এ ছাড়া নিকটাত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনেতাদের অভিনীত সিরিয়াল সম্প্রচারও নিষেধ করা হয়েছে।
আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ফিরে পাওয়ার জন্য করা মিছিলে পিপার স্প্রে প্রয়োগ করেছে তালেবান বাহিনী। তিনজন আন্দোলনকারীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে সমতা এবং ন্যায়বিচার বলে স্লোগান দিতে থাকেন। পরে তালেবান বাহিনী এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা যখন কাবুল ইউনিভার্সিটির কাছে ছিলাম তখন তিনটি তালেবান গাড়ি আসে । একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করে। পিপার স্প্রে প্রয়োগের পর আমার চোখ জ্বলা শুরু করে। তখন আমি তাদের একজনকে বলেছি, আপনাদের লজ্জা হওয়া উচিত।’
আন্দোলনে অংশ নেওয়া আরও দুজন আন্দোলনকারী বলেন, আন্দোলনে অংশ নেওয়া এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপির প্রতিনিধি জানান, এই ঘটনার দৃশ্য রেকর্ড করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তালেবান বাহিনী।
তালেবান ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে নারীদের ফিরতে দেওয়া হয়নি। এখনো আফগানিস্তানে অনেক প্রাথমিক স্কুলে নারীদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ করেছে তালেবান।
এ ছাড়া নিকটাত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনেতাদের অভিনীত সিরিয়াল সম্প্রচারও নিষেধ করা হয়েছে।
অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান।
২৫ মিনিট আগেঅমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন অনুপ্রবেশকারীদের প্রবেশ করতে দিচ্ছেন। তারা উপজাতিদের জমি দখল করছে। এটি কখনোই মেনে নেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘হেমন্ত সরেন কংগ্রেসের সহযোগিতায় মুসলিমদের জন্য সংরক্ষণ (কোটা) ব্যবস্থা চালু করার চেষ্টা করছেন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, বিজেপি এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে
৫ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
৬ ঘণ্টা আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
৬ ঘণ্টা আগে