অনলাইন ডেস্ক
ছয় মাস বেতন না পেয়ে পদত্যাগ করলেন চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট ক্রমে বেড়েই চলেছে।
পদত্যাগের বিষয় জানিয়ে চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম বলেন, দূতাবাসে দায়িত্ব পালনরত কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। আর তাই ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন স্টাফকে রেখে যাওয়া হচ্ছে।
গত ১ জানুয়ারি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগপত্র পাঠান কায়েম। ওই চিঠি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, সম্মানজনক দায়িত্বের সমাপ্তি, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছি। আফগানিস্তানের পতাকা ও আফগানদের প্রতিনিধিত্ব করাটা সম্মানের।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চীনে কর্মরত আফগান দূতাবাসের কর্মীদের জন্য অনেক কষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে বলে জানান জাভিদ আহমেদ কায়েম। তার পরও উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গেছেন বলে জানান কায়েম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে জাভিদ কায়েম উল্লেখ করেন, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ১ লাখ মার্কিন ডলার অবশিষ্ট আছে।
জাভিদ আহমাদ কায়েমের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তিনি কিছু জানাননি।
কায়েম তাঁর ওই পদত্যাগপত্রে আফগান দূতাবাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তাঁর অফিসে রেখে দিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর কেবল ফোনকল রিসিভ করার জন্য স্থানীয়ভাবে একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ছয় মাস বেতন না পেয়ে পদত্যাগ করলেন চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম। গতকাল সোমবার এক টুইট বার্তায় তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
সশস্ত্র গোষ্ঠী তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে অর্থনৈতিক সংকট ক্রমে বেড়েই চলেছে।
পদত্যাগের বিষয় জানিয়ে চীনে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত জাভিদ আহমাদ কায়েম বলেন, দূতাবাসে দায়িত্ব পালনরত কর্মকর্তারা গত ছয় মাস ধরে কোনো বেতন পাননি। আর তাই ফোনের উত্তর দেওয়ার জন্য মাত্র একজন স্টাফকে রেখে যাওয়া হচ্ছে।
গত ১ জানুয়ারি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদত্যাগপত্র পাঠান কায়েম। ওই চিঠি গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, সম্মানজনক দায়িত্বের সমাপ্তি, রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছি। আফগানিস্তানের পতাকা ও আফগানদের প্রতিনিধিত্ব করাটা সম্মানের।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর চীনে কর্মরত আফগান দূতাবাসের কর্মীদের জন্য অনেক কষ্টে অর্থ সংগ্রহ করতে হয়েছে বলে জানান জাভিদ আহমেদ কায়েম। তার পরও উত্তরসূরির জন্য কিছু অর্থ রেখে গেছেন বলে জানান কায়েম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে জাভিদ কায়েম উল্লেখ করেন, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে ১ লাখ মার্কিন ডলার অবশিষ্ট আছে।
জাভিদ আহমাদ কায়েমের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তিনি কিছু জানাননি।
কায়েম তাঁর ওই পদত্যাগপত্রে আফগান দূতাবাসের চিত্র তুলে ধরেন। তিনি জানান, দূতাবাসের পাঁচটি গাড়ির চাবি তিনি তাঁর অফিসে রেখে দিয়েছেন এবং অন্য সব কূটনীতিক চলে যাওয়ার পর কেবল ফোনকল রিসিভ করার জন্য স্থানীয়ভাবে একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৩ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৫ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৬ ঘণ্টা আগে