অনলাইন ডেস্ক
ব্রাজিলের সাও পাওলোয় আর্থার ও উরসো নামে এক পুরুষ মডেল তাঁর প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে একসঙ্গে আটজন নারীকে বিয়ে করেছিলেন। তবে সম্প্রতি তাঁকে ডিভোর্স দিচ্ছেন তাঁর একজন স্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা জ্যাম প্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আর্থার ও উরসো জ্যাম প্রেসকে জানান, একজন স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুঃখিত এবং বিস্মিত তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মডেল উরসো লুয়ানা কাজাকি নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। পরে তাঁর অনুমতি নিয়ে আরও আটটি বিয়ে করেন উরসো।
উরসো জানান, আগাথা নামের তাঁর একজন স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে যাচ্ছেন। কারণ সে ‘মিসেস মনোগামি’ হতে চায় না।
ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘সে আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এটার কোনো মানে ছিল না, আমাদের শেয়ার করতে হবে। আমি বিচ্ছেদ সম্পর্কে খুব দুঃখিত এবং তার অজুহাত দ্বারা আরও বিস্মিত।’
উরসোর মতে, তাঁর অন্য স্ত্রীরাও মনে করেন আগাথা ভুল করেছেন।
বিবাহবিচ্ছেদ সম্পর্কে উরসো বলেন, ‘আমি জানি, আমি একজন স্ত্রীকে হারিয়েছি, কিন্তু আমি এ মুহূর্তে তার জায়গায় কাউকে আনছি না।’
উরসো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তাঁর ১০টি বিয়ে করার স্বপ্ন রয়েছে। শিগগিরই তিনি এ স্বপ্ন পূরণ করবেন।
ব্রাজিলিয়ান মডেলের দাবি, তিনি তাঁর সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন।
ব্রাজিলের সাও পাওলোয় আর্থার ও উরসো নামে এক পুরুষ মডেল তাঁর প্রথম স্ত্রীর সম্মতি নিয়ে একসঙ্গে আটজন নারীকে বিয়ে করেছিলেন। তবে সম্প্রতি তাঁকে ডিভোর্স দিচ্ছেন তাঁর একজন স্ত্রী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা জ্যাম প্রেসের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আর্থার ও উরসো জ্যাম প্রেসকে জানান, একজন স্ত্রী ডিভোর্স দেওয়ায় দুঃখিত এবং বিস্মিত তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, মডেল উরসো লুয়ানা কাজাকি নামের এক নারীকে প্রথমে বিয়ে করেন। পরে তাঁর অনুমতি নিয়ে আরও আটটি বিয়ে করেন উরসো।
উরসো জানান, আগাথা নামের তাঁর একজন স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে যাচ্ছেন। কারণ সে ‘মিসেস মনোগামি’ হতে চায় না।
ব্রাজিলিয়ান মডেল বলেন, ‘সে আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এটার কোনো মানে ছিল না, আমাদের শেয়ার করতে হবে। আমি বিচ্ছেদ সম্পর্কে খুব দুঃখিত এবং তার অজুহাত দ্বারা আরও বিস্মিত।’
উরসোর মতে, তাঁর অন্য স্ত্রীরাও মনে করেন আগাথা ভুল করেছেন।
বিবাহবিচ্ছেদ সম্পর্কে উরসো বলেন, ‘আমি জানি, আমি একজন স্ত্রীকে হারিয়েছি, কিন্তু আমি এ মুহূর্তে তার জায়গায় কাউকে আনছি না।’
উরসো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, তাঁর ১০টি বিয়ে করার স্বপ্ন রয়েছে। শিগগিরই তিনি এ স্বপ্ন পূরণ করবেন।
ব্রাজিলিয়ান মডেলের দাবি, তিনি তাঁর সব স্ত্রীকে সমানভাবে ভালোবাসেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৯ মিনিট আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৪ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৫ ঘণ্টা আগে