অনলাইন ডেস্ক
আগের দিনও সব ঠিকঠাক ছিল। কিন্তু সোমবার এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলো যুক্তরাজ্যের ওয়েলসের মানুষ। বিস্ফোরিত চোখে তারা দেখল, শহরের বুক চিড়ে বয়ে যাওয়া তাদের চিরচেনা ‘ডি’ নদীটির পানি পুরোপুরি কমলা রঙের হয়ে গেছে!
যথারীতি যা হওয়ার তাই হলো। বিষয়টি নিয়ে ফেসবুক টুইটারে হুমড়ি খেয়ে পড়লেন শহরটির বাসিন্দারা। কেউ বলছেন, পানি দূষিত হয়ে গেছে। কারও মতে, জোয়ারের কারণে এমন হয়েছে। কেউ কেউ বিষয়টিকে সুন্দর বলেও মন্তব্য করছেন।
একজন আবার রাজনৈতিক মন্তব্যও করেছেন। তার ধারণা সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হয় তো এখানে ডুব দিয়ে গেছেন।
স্থানীয় গণমাধ্যম নর্থ ওয়েলস লাইভকে শহরটির বাসিন্দা অ্যান্ডি গ্রে বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার কুকুরটিকে নিয়ে নদীটির পার দিয়ে প্রতিদিন হাঁটি। এমন দৃশ্য এর আগে কোনো দিন দেখিনি। আমার মতো অন্যরাও পানি দেখে অবাক হচ্ছেন। থমকে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলছেন।
তবে কিছু লোক মনে করছেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে হয় সম্ভবত লোহার আকরিকের স্তর ভেসে গেছে। লোহা অক্সিজেনের সংস্পর্শে এলে আয়রন-অক্সাইড তৈরি হয়, যার রঙ কমলা।
বিষয়টি নিয়ে ‘ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস’ কর্তৃপক্ষ বলেছে, এর জন্য সাম্প্রতিক আবহাওয়াই দায়ী।
আগের দিনও সব ঠিকঠাক ছিল। কিন্তু সোমবার এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলো যুক্তরাজ্যের ওয়েলসের মানুষ। বিস্ফোরিত চোখে তারা দেখল, শহরের বুক চিড়ে বয়ে যাওয়া তাদের চিরচেনা ‘ডি’ নদীটির পানি পুরোপুরি কমলা রঙের হয়ে গেছে!
যথারীতি যা হওয়ার তাই হলো। বিষয়টি নিয়ে ফেসবুক টুইটারে হুমড়ি খেয়ে পড়লেন শহরটির বাসিন্দারা। কেউ বলছেন, পানি দূষিত হয়ে গেছে। কারও মতে, জোয়ারের কারণে এমন হয়েছে। কেউ কেউ বিষয়টিকে সুন্দর বলেও মন্তব্য করছেন।
একজন আবার রাজনৈতিক মন্তব্যও করেছেন। তার ধারণা সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হয় তো এখানে ডুব দিয়ে গেছেন।
স্থানীয় গণমাধ্যম নর্থ ওয়েলস লাইভকে শহরটির বাসিন্দা অ্যান্ডি গ্রে বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার কুকুরটিকে নিয়ে নদীটির পার দিয়ে প্রতিদিন হাঁটি। এমন দৃশ্য এর আগে কোনো দিন দেখিনি। আমার মতো অন্যরাও পানি দেখে অবাক হচ্ছেন। থমকে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলছেন।
তবে কিছু লোক মনে করছেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে হয় সম্ভবত লোহার আকরিকের স্তর ভেসে গেছে। লোহা অক্সিজেনের সংস্পর্শে এলে আয়রন-অক্সাইড তৈরি হয়, যার রঙ কমলা।
বিষয়টি নিয়ে ‘ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস’ কর্তৃপক্ষ বলেছে, এর জন্য সাম্প্রতিক আবহাওয়াই দায়ী।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া এটিকে সরাসরি পশ্চিমা বিশ্বের সঙ্গে সংঘাত হিসেবে বিবেচনা করতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি।
১৫ মিনিট আগেসুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
১১ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
১২ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
১২ ঘণ্টা আগে