অনলাইন ডেস্ক
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিভিন্ন সময় আলোচনায় আসেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন মন্তব্য করেন, যা বিশ্ব গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এবার তিনি এক অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতে আমার জন্য তিনটি পথ দেখছি তা হলো—গ্রেপ্তার হওয়া, হত্যার স্বীকার অথবা নির্বাচনে বিজয় লাভ করা।
বেশ কিছুদিন হলো আগামী নির্বাচনে ইলেকট্রনিকস ভোটিং নিয়ে সমালোচনা করে আসছিলেন বোলসোনারো। তিনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। শনিবার খ্রিষ্টান নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।
গত বুধবার দেশটির নির্বাচনব্যবস্থার প্রধান বলেছেন, ইলেকট্রনিকস ভোটিং পদ্ধতিতে কোনো সমস্যা নেই। তিনি এই পদ্ধতি গ্রহণের জন্য আলোচনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বোলসোনারো ২০২২ সালে নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন। তিনি বারবার বলে আসছেন, এমন নির্বাচন তিনি মানবেন না।
খ্রিষ্টান নেতাদের উদ্দেশে তিনি বলেন, `আমাদের এমন এক প্রেসিডেন্ট আছেন, যিনি ভাঙন কামনা করেন না বা উসকে দেন না। কিন্তু জীবনের সবকিছুরই একটা সীমা আছে।'
নির্বাচনে বোলসোনারোর প্রচারের জন্য অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক রাস্তায় নেমেছিলেন।
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তাঁর সরকারের পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিভিন্ন সময় আলোচনায় আসেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন মন্তব্য করেন, যা বিশ্ব গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এবার তিনি এক অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতে আমার জন্য তিনটি পথ দেখছি তা হলো—গ্রেপ্তার হওয়া, হত্যার স্বীকার অথবা নির্বাচনে বিজয় লাভ করা।
বেশ কিছুদিন হলো আগামী নির্বাচনে ইলেকট্রনিকস ভোটিং নিয়ে সমালোচনা করে আসছিলেন বোলসোনারো। তিনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। শনিবার খ্রিষ্টান নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন।
গত বুধবার দেশটির নির্বাচনব্যবস্থার প্রধান বলেছেন, ইলেকট্রনিকস ভোটিং পদ্ধতিতে কোনো সমস্যা নেই। তিনি এই পদ্ধতি গ্রহণের জন্য আলোচনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বোলসোনারো ২০২২ সালে নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন। তিনি বারবার বলে আসছেন, এমন নির্বাচন তিনি মানবেন না।
খ্রিষ্টান নেতাদের উদ্দেশে তিনি বলেন, `আমাদের এমন এক প্রেসিডেন্ট আছেন, যিনি ভাঙন কামনা করেন না বা উসকে দেন না। কিন্তু জীবনের সবকিছুরই একটা সীমা আছে।'
নির্বাচনে বোলসোনারোর প্রচারের জন্য অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক রাস্তায় নেমেছিলেন।
কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তাঁর সরকারের পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৪ ঘণ্টা আগে