সাইরুল ইসলাম, ঢাকা
বিমানবন্দরের পাশে আশকোনা বস্তি। কুয়াশাচ্ছন্ন সকালটা শুরু হয় কাঁপুনি দিয়ে। দেহের সঙ্গে একই তালে কাঁপে খুপরিঘর। এ কাঁপুনি অবশ্য শীতের জন্য নয়, আবু ইসহাকের গল্পের ‘মহাপতঙ্গ’ উড়োজাহাজের শব্দের কারণে। দৃশ্যটি ২০১০ সালে মুক্তি পাওয়া তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার।
এখন সে বস্তি আছে কি না, জানা নেই। তবে সিনেমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। ওপরে বিমান ওড়ে, নিচে বস্তিবাসীর আতঙ্ক বাড়ে।
রাইট ভ্রাতৃদ্বয় যখন উড়োজাহাজ আবিষ্কার করেন, তখন হয়তো এতটা ভাবেননি। উড়োজাহাজের সবচেয়ে জটিল অংশটা যে অবতরণ, সেটা ধীরে ধীরে মানুষের মগজে ধরা দেয় পরে। কিন্তু এ দোপেয়ে দৈত্যরা তো আর থেমে থাকার পাত্র নয়। উড্ডয়ন আর অবতরণের জায়গা যেখানে নেই, সেখানেও বানিয়ে ফেলছে বিমানবন্দর। এমনই কয়েকটি ভয়ানক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
পারো, ভুটান: মেঘের রাজ্যে অবগাহনের ফাঁকে নিচে তাকালে দেখা মিলবে সবুজ ইমারতের। সেসব ইমারতসদৃশ পাহাড়ের কোনো এক গলিতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, নাম পারো। ভুটানের এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৬৪ ফুট উঁচুতে। রানওয়েতে জায়গা রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ ফুট। সব পাইলট এখানে অনুমতি পান না। ২০১১ পর্যন্ত অনুমতি ছিল মাত্র ৮ জনের। রাডার না থাকায় পুরোনো প্রযুক্তিতে ভর করে নামতে হয় পারোতে। দিনের আলো ছাড়া এখানে অবতরণ নিষেধ।
লুকলা, নেপাল: হিমালয়কন্যা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো স্বাদ নিতে হলে লুকলা বিমানবন্দরে আসতেই হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৩৪ ফুট উঁচুতে থাকা এ বিমানবন্দরের রানওয়ে খুবই ছোট এবং ভয়ানক। দৈর্ঘ্য মাত্র ১ হাজার ৭২৯ ফুট। এখানকার পাহাড়ি হাওয়া আর ভয়ংকর পরিবেশ লুকলাকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর রানওয়ের প্রান্তটার কথা না বললেই নয়। এটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু গভীর খাদ। ৬০০ ফুট গভীর এ খাদে পড়লে নিশ্চিত মৃত্যু। ভুল করার একদম সুযোগ নেই।
লেহ, ভারত: প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় টিকে আছে একটি বিমানবন্দর। নাম লেহ বিমানবন্দর বা কুশোক বকুলা রিনপোচি। উচ্চতার দিক থেকে বিশ্বের ২৩তম উঁচু এ বিমানবন্দরে বিকেলে দেখা যায় বাতাসের খেলা। ঝড় এলে যেমন বাতাস থাকে, তখন তেমন বাতাসের সঙ্গে লড়তে হয়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৬৮২ ফুট উঁচু এ বিমানবন্দরে কেবল সকালে অবতরণ করার অনুমতি রয়েছে।
বিমানবন্দরের পাশে আশকোনা বস্তি। কুয়াশাচ্ছন্ন সকালটা শুরু হয় কাঁপুনি দিয়ে। দেহের সঙ্গে একই তালে কাঁপে খুপরিঘর। এ কাঁপুনি অবশ্য শীতের জন্য নয়, আবু ইসহাকের গল্পের ‘মহাপতঙ্গ’ উড়োজাহাজের শব্দের কারণে। দৃশ্যটি ২০১০ সালে মুক্তি পাওয়া তারেক মাসুদের ‘রানওয়ে’ সিনেমার।
এখন সে বস্তি আছে কি না, জানা নেই। তবে সিনেমার সেই দৃশ্য এখনো মনে পড়ে। ওপরে বিমান ওড়ে, নিচে বস্তিবাসীর আতঙ্ক বাড়ে।
রাইট ভ্রাতৃদ্বয় যখন উড়োজাহাজ আবিষ্কার করেন, তখন হয়তো এতটা ভাবেননি। উড়োজাহাজের সবচেয়ে জটিল অংশটা যে অবতরণ, সেটা ধীরে ধীরে মানুষের মগজে ধরা দেয় পরে। কিন্তু এ দোপেয়ে দৈত্যরা তো আর থেমে থাকার পাত্র নয়। উড্ডয়ন আর অবতরণের জায়গা যেখানে নেই, সেখানেও বানিয়ে ফেলছে বিমানবন্দর। এমনই কয়েকটি ভয়ানক বিমানবন্দর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।
পারো, ভুটান: মেঘের রাজ্যে অবগাহনের ফাঁকে নিচে তাকালে দেখা মিলবে সবুজ ইমারতের। সেসব ইমারতসদৃশ পাহাড়ের কোনো এক গলিতে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, নাম পারো। ভুটানের এই বিমানবন্দরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩৬৪ ফুট উঁচুতে। রানওয়েতে জায়গা রয়েছে মাত্র ৬ হাজার ৫০০ ফুট। সব পাইলট এখানে অনুমতি পান না। ২০১১ পর্যন্ত অনুমতি ছিল মাত্র ৮ জনের। রাডার না থাকায় পুরোনো প্রযুক্তিতে ভর করে নামতে হয় পারোতে। দিনের আলো ছাড়া এখানে অবতরণ নিষেধ।
লুকলা, নেপাল: হিমালয়কন্যা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো স্বাদ নিতে হলে লুকলা বিমানবন্দরে আসতেই হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৩৩৪ ফুট উঁচুতে থাকা এ বিমানবন্দরের রানওয়ে খুবই ছোট এবং ভয়ানক। দৈর্ঘ্য মাত্র ১ হাজার ৭২৯ ফুট। এখানকার পাহাড়ি হাওয়া আর ভয়ংকর পরিবেশ লুকলাকে আরও বিপজ্জনক করে তুলেছে। আর রানওয়ের প্রান্তটার কথা না বললেই নয়। এটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু গভীর খাদ। ৬০০ ফুট গভীর এ খাদে পড়লে নিশ্চিত মৃত্যু। ভুল করার একদম সুযোগ নেই।
লেহ, ভারত: প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় টিকে আছে একটি বিমানবন্দর। নাম লেহ বিমানবন্দর বা কুশোক বকুলা রিনপোচি। উচ্চতার দিক থেকে বিশ্বের ২৩তম উঁচু এ বিমানবন্দরে বিকেলে দেখা যায় বাতাসের খেলা। ঝড় এলে যেমন বাতাস থাকে, তখন তেমন বাতাসের সঙ্গে লড়তে হয়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৬৮২ ফুট উঁচু এ বিমানবন্দরে কেবল সকালে অবতরণ করার অনুমতি রয়েছে।
এটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
১ ঘণ্টা আগেআগামী বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ শুরু হবে ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ এই মেলায় নিয়মিত অংশগ্রহণ করলেও এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এবারের মেলায় মূল প্রতিপাদ্য দেশ হিসেবে থাকবে জার্মানি। সেখানে প্রদর্শিত হবে জার্মানির
২ ঘণ্টা আগেভারত ভাগের জন্য মুসলিম লীগকে দায়ী করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল শনিবার রাজ্যের আলীগড় জেলায় এক নির্বাচনী জনসভায় তিনি স্থানীয় সমাজবাদী পার্টিকে একই ধারায় মুসলিম লীগের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, সমাজবাদী পার্টিও মুসলিম লীগের পথ অনুসরণ করছে
২ ঘণ্টা আগেইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
৩ ঘণ্টা আগে