বিশেষ প্রতিনিধি, ঢাকা
রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই কার্যক্রম শুরু হওয়ায় সেবা পেতে সকালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (বিএসএমএমইউ ডট ইডিইউ ডট বিডি) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন। একযোগে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। আপাতত প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়গুলো হলো—সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট; সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট; সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ২৯ মিনিট এবং বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২৯ মিনিট।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি। মেট্রোরেল চালু আরও দুই হাজার রোগী বাড়বে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, রোগীদের চাপ ততই বাড়বে। এ জন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার।’
উপাচার্য এ সময় জানান, দেশে প্রথমবারের মতো এক কিশোরের শরীরে তার মায়ের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট। এতে নেতৃত্ব দিয়েছেন ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। কিডনি দাতা মায়ের বয়স ৪৫ বছর এবং সন্তানের বয়স ১৭ বছর। বর্তমানে দু’জনেই সুস্থ আছেন।
একই দিনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরিবাগে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোগীদের ভোগান্তি কমাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এই কার্যক্রম শুরু হওয়ায় সেবা পেতে সকালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হবে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (বিএসএমএমইউ ডট ইডিইউ ডট বিডি) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসকের পরামর্শ পাবেন। একযোগে ৪৩টি বিভাগে এই সেবা চালু হয়েছে। আপাতত প্রতিদিন ১ হাজার ৬৫০ রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।
অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়গুলো হলো—সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৯ মিনিট; সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ২৯ মিনিট; সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ২৯ মিনিট এবং বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ২৯ মিনিট।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দৈনিক রোগী বেড়েছে ১ হাজারের বেশি। মেট্রোরেল চালু আরও দুই হাজার রোগী বাড়বে। যোগাযোগ ব্যবস্থা যত ভালো হবে, রোগীদের চাপ ততই বাড়বে। এ জন্য আমাদের দক্ষ ও প্রচুর জনবল দরকার।’
উপাচার্য এ সময় জানান, দেশে প্রথমবারের মতো এক কিশোরের শরীরে তার মায়ের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট ইউনিট। এতে নেতৃত্ব দিয়েছেন ইউরোলজি বিভাগের অধ্যাপক রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। কিডনি দাতা মায়ের বয়স ৪৫ বছর এবং সন্তানের বয়স ১৭ বছর। বর্তমানে দু’জনেই সুস্থ আছেন।
একই দিনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য রাজধানীর পরিবাগে শেখ জামাল ইন্টারন্যাশনাল ডক্টরস হলের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
১ দিন আগেসারা বিশ্বে হাম ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত বছর বিশ্বে ১০ লাখের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। এই সংখ্যাটি ২০২২ সালের চেয়ে ২০ শতাংশ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংখ্যা (ডব্লিউএইচও) এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর যৌথ গবেষণায় এই তথ্য জানা গেছে। হামের টিকা প্রদা
১ দিন আগেশীত এসে গেছে। এ ঋতুতে আবহাওয়া দীর্ঘ সময়ের জন্য বদলে যায়। ফলে এর প্রভাব পড়ে শরীরের ওপর। শীতের নেতিবাচক প্রভাব কমাতে শক্তিশালী করে তুলতে হবে রোগ প্রতিরোধক্ষমতা।
১ দিন আগে‘যব কই বাত বিগার যায়ে...’ বরেণ্য ভারতীয় সংগীতশিল্পী কুমার শানুর এই গান ক্যানসার রোগ উপশমের জন্য বিভিন্ন হাসপাতালে বাজানো হয়। মূলত রোগ উপশমের জন্য মিউজিক থেরাপি এখন পৃথিবীতে স্বীকৃত একটি পদ্ধতি। সংগীতের মতো শিল্পকর্মও মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি করে। অনেক গবেষণায় উঠে এসেছে, এমন অভ
১ দিন আগে