আবদুল আযীয কাসেমি
নামাজ ইসলামের প্রধান ইবাদত। ইসলামে বিভিন্নভাবে নামাজে উৎসাহ দেওয়া হয়েছে। আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যেতে বারবার প্রেরণা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন জুমার দিন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো।’
আয়াতে বিশেষভাবে জুমার দিনের কথা বলা হলেও এর বিধান সব নামাজের জন্য প্রযোজ্য। বিশেষভাবে জুমার নামাজের আজানের পর নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজ করা বৈধ নয়। মুয়াজ্জিনের ডাক শোনামাত্রই সবার উচিত মসজিদে ছুটে যাওয়া এবং মসজিদে গিয়ে সবার আগে সামনের কাতারে বসার চেষ্টা করা। হাদিস শরিফে এর বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে।
হজরত আবু হুরায়রার এক হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যদি লোকেরা জানত যে, আজান দেওয়া ও প্রথম কাতারে বসা কত মর্যাদাপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ সওয়াবের কাজ, তবে তারা প্রথম কাতারে বসার জন্য ও আজান দেওয়ার জন্য লটারি দেওয়ার প্রয়োজন হলে তার জন্যও তারা প্রতিযোগিতা করত।’ (বুখারি)
একবার মহানবী (সা.) বললেন, ‘নামাজে একেবারে প্রথম কাতারে যারা বসে, তাদের আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে নেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমত প্রার্থনা করেন।’ সাহাবায়ে কেরাম বললেন, ‘দ্বিতীয় কাতারে যারা বসে, তাদের জন্যও?’ তিনি আগের কথাটি পুনরায় বললেন। আবার দ্বিতীয় কাতারে বসা লোকদের কথা জিজ্ঞেস করলে আবারও একই উত্তর দেন। চতুর্থবারে এসে তিনি বললেন, দ্বিতীয় কাতারের লোকদের জন্যও এ ফজিলত রয়েছে।’ (মুসনাদে আহমাদ) অর্থাৎ, তিনবার এ দোয়া পায় প্রথম কাতারের লোকজন। দ্বিতীয় কাতারের লোকজন পায় মাত্র একবার।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
নামাজ ইসলামের প্রধান ইবাদত। ইসলামে বিভিন্নভাবে নামাজে উৎসাহ দেওয়া হয়েছে। আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যেতে বারবার প্রেরণা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যখন জুমার দিন তোমাদের নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো।’
আয়াতে বিশেষভাবে জুমার দিনের কথা বলা হলেও এর বিধান সব নামাজের জন্য প্রযোজ্য। বিশেষভাবে জুমার নামাজের আজানের পর নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া অন্য কোনো কাজ করা বৈধ নয়। মুয়াজ্জিনের ডাক শোনামাত্রই সবার উচিত মসজিদে ছুটে যাওয়া এবং মসজিদে গিয়ে সবার আগে সামনের কাতারে বসার চেষ্টা করা। হাদিস শরিফে এর বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে।
হজরত আবু হুরায়রার এক হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যদি লোকেরা জানত যে, আজান দেওয়া ও প্রথম কাতারে বসা কত মর্যাদাপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ সওয়াবের কাজ, তবে তারা প্রথম কাতারে বসার জন্য ও আজান দেওয়ার জন্য লটারি দেওয়ার প্রয়োজন হলে তার জন্যও তারা প্রতিযোগিতা করত।’ (বুখারি)
একবার মহানবী (সা.) বললেন, ‘নামাজে একেবারে প্রথম কাতারে যারা বসে, তাদের আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে নেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমত প্রার্থনা করেন।’ সাহাবায়ে কেরাম বললেন, ‘দ্বিতীয় কাতারে যারা বসে, তাদের জন্যও?’ তিনি আগের কথাটি পুনরায় বললেন। আবার দ্বিতীয় কাতারে বসা লোকদের কথা জিজ্ঞেস করলে আবারও একই উত্তর দেন। চতুর্থবারে এসে তিনি বললেন, দ্বিতীয় কাতারের লোকদের জন্যও এ ফজিলত রয়েছে।’ (মুসনাদে আহমাদ) অর্থাৎ, তিনবার এ দোয়া পায় প্রথম কাতারের লোকজন। দ্বিতীয় কাতারের লোকজন পায় মাত্র একবার।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে