কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত এক শিক্ষার্থীর কাছে বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মো. সায়েম হোসেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মিখাইল শরীফের চাচাতো ভাই। এ সময় ছিনতাইকারী নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সায়েম।
মিখাইল শরীফ ও সায়েম হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েম হোসেন কক্সবাজার থেকে বাসে করে এসে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে নামেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি ৷ কিন্তু অটোরিকশা তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এনে বিশ্ববিদ্যালয়ের পাশের গাবতলি এলাকায় নিয়ে যায়।
সেখানে আগে থেকেই যাত্রী বেশে থাকা দুজন ছিনতাইকারী সায়েমের গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ধ্বস্তাধ্বস্তিতে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হন সায়েম। এদিকে ওই সময় মিখাইল শরীফ সায়েমের মোবাইল ফোনে কল দিলে ছিনতাইকারীদের একজন রিসিভ করেন। তিনি নিজেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন।
মিখাইল শরীফের কাছে পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাইয়ের চাকরির সাক্ষাৎকার ছিল। তিনি সেখানে চলে যাওয়ায় আমাদের পক্ষে থানায় যাওয়া সম্ভব হয়নি। তবে আমরা ওই রাতেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম বলেন, ‘আমার বিভাগের কোনো শিক্ষার্থী এমনটা করবে না, এই আত্মবিশ্বাস আমি রাখি।’
কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনা বিস্তারিত লিখে প্রক্টর অফিসে দিলে আমরা পুলিশের সঙ্গে কথা বলব।’
সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরি বলেন, ‘অভিযোগ না পেলেও এখন যেহেতু জানলাম ছিনতাই আবার শুরু হয়েছে, তাই কারা এগুলো করছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালাব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত এক শিক্ষার্থীর কাছে বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মো. সায়েম হোসেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মিখাইল শরীফের চাচাতো ভাই। এ সময় ছিনতাইকারী নিজেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সায়েম।
মিখাইল শরীফ ও সায়েম হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সায়েম হোসেন কক্সবাজার থেকে বাসে করে এসে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডে নামেন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি ৷ কিন্তু অটোরিকশা তাঁকে বিশ্ববিদ্যালয়ে না এনে বিশ্ববিদ্যালয়ের পাশের গাবতলি এলাকায় নিয়ে যায়।
সেখানে আগে থেকেই যাত্রী বেশে থাকা দুজন ছিনতাইকারী সায়েমের গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ধ্বস্তাধ্বস্তিতে ছিনতাইকারীদের ছুরির আঘাতে আহত হন সায়েম। এদিকে ওই সময় মিখাইল শরীফ সায়েমের মোবাইল ফোনে কল দিলে ছিনতাইকারীদের একজন রিসিভ করেন। তিনি নিজেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন।
মিখাইল শরীফের কাছে পুলিশকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাইয়ের চাকরির সাক্ষাৎকার ছিল। তিনি সেখানে চলে যাওয়ায় আমাদের পক্ষে থানায় যাওয়া সম্ভব হয়নি। তবে আমরা ওই রাতেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে জানিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম বলেন, ‘আমার বিভাগের কোনো শিক্ষার্থী এমনটা করবে না, এই আত্মবিশ্বাস আমি রাখি।’
কুবির প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনা বিস্তারিত লিখে প্রক্টর অফিসে দিলে আমরা পুলিশের সঙ্গে কথা বলব।’
সদর দক্ষিণ থানার ওসি দেবাশিষ চৌধুরি বলেন, ‘অভিযোগ না পেলেও এখন যেহেতু জানলাম ছিনতাই আবার শুরু হয়েছে, তাই কারা এগুলো করছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালাব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে