যশোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করছে। দেশে আজ কোনো কিছুই সাধারণের নাগালের ভেতর নেই। দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। এখন আর শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তেরও সংসার চালানো দায় হয়ে পড়েছে। আর সরকারের মন্ত্রী, এমপিরা সম্পদের পাহাড় গড়ছে।’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যশোর জেলা বিএনপির গণঅনশন কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার বুঝতে পেরেছে সাধারণ মানুষের সমর্থন এখন আর তাঁদের সঙ্গে নেই। যে কারণে তাঁরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে টানাহেঁচড়া করছে।’
গণঅনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সরফুদ্দীন ছটলু, আব্দুস সালাম, যশোর নগর বিএনপির আহবায়ক মারুফুল ইসলাম মারুফ, সদস্য সচিব মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, যুব দলের সভাপতি এম তমাল আহম্মেদ, ছাত্র দলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করছে। দেশে আজ কোনো কিছুই সাধারণের নাগালের ভেতর নেই। দ্রব্যমূল্যর উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। এখন আর শুধু নিম্নবিত্ত নয়, মধ্যবিত্তেরও সংসার চালানো দায় হয়ে পড়েছে। আর সরকারের মন্ত্রী, এমপিরা সম্পদের পাহাড় গড়ছে।’
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে যশোর জেলা বিএনপির গণঅনশন কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার বুঝতে পেরেছে সাধারণ মানুষের সমর্থন এখন আর তাঁদের সঙ্গে নেই। যে কারণে তাঁরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন নিয়ে টানাহেঁচড়া করছে।’
গণঅনশন কর্মসূচীতে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সরফুদ্দীন ছটলু, আব্দুস সালাম, যশোর নগর বিএনপির আহবায়ক মারুফুল ইসলাম মারুফ, সদস্য সচিব মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, যুব দলের সভাপতি এম তমাল আহম্মেদ, ছাত্র দলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে