দোকানে আগুন দেখে ব্যবসায়ীর মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০১

ভোলার লালমোহনে দোকানে আগুন জ্বলতে দেখে ব্যবসায়ী মোসলেউদ্দিন (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের কাশমির বাজারে এ ঘটনা ঘটে।

মৃত মোসলেউদ্দিন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন খাবারের হোটেল ব্যবসায়ী। আগুনে ব্যবসায়ীদের ৩টি মুদি দোকান, একটি কীটনাশকের দোকান, ১টি রাইচ মিল, ২টি খাবার হোটেল, একটি মুরগির দোকান ও একটি ক্লাবঘর পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ৮টি দোকান পুড়ে যায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে দৌড়ে ছুটে আসেন ব্যবসায়ী মোসলেউদ্দিন। তিনি চিৎকার দিয়ে হতাশাগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চরফ্যাশন ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আরও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনও পল্লব কুমার হাজরা বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত