মানিকগঞ্জ প্রতিনিধি
১৯৯৯ থেকে ২০২১ সাল। মাঝখানে কেটে গেছে ২২ বছর। সেই পুরোনো বন্ধুদের সঙ্গে ফের দেখা। উচ্ছ্বাসটাও ছিল বাঁধভাঙা। দেখা মাত্রই আলিঙ্গন। সেলফি তুলে বন্ধুদের ফ্রেমবন্দী করে রাখতে ভুললেন না কেউই।
এই চিত্র মানিকগঞ্জের সাতটি উপজেলার এসএসসি-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলার। গত শুক্রবার মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা এলাকায় চাপ কাবাব পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী। ‘বন্ধুত্বের বন্ধনে, থাকব মোরা মিলেমিশে’ প্রতিপাদ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে পুনর্মিলনীর অনুষ্ঠানের সূচনা হয়। পরে যেসব বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় পরিচয় পর্ব।
জেলা সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীরা একে একে মঞ্চে ওঠেন। পুরোনো সেই স্কুলজীবনের স্মৃতিচারণা করেন অনেকে। অনেকেই নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেন।
হরিরামপুর উপজেলার দেলোয়ার হোসেন ওরফে পলাশ বলেন, ‘প্রাণের এই মিলন মেলার জন্য বিয়ের অনুষ্ঠান পিছিয়েছি। যদিও কনেপক্ষে প্রথম আপত্তি করেছিল। ২২ বছর পর অনেক বন্ধুকে কাছে পেয়ে কী যে আনন্দ, তা শুধুই অনুভব করা যায়।’ পরে বন্ধুরা সবাই মিলে মঞ্চে তাঁর গায়ে হলুদ মেখে দেন।
মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ১৯৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে কণ্ঠশিল্পী আদনান আসিফ, তুলি, রুবেল খান, মিলি আক্তার গান পরিবেশন করেন। পাশাপাশি চলে কয়েকজন বন্ধুর নৃত্য পরিবেশনা। সন্ধ্যার পর র্যাফল ড্রয়ের আয়োজন করা হয়।
‘এসএসসি-৯৯ মানিকগঞ্জ’ ফেসবুক গ্রুপের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে গ্রুপের পক্ষ থেকে মো. জিন্নাহ খান সমাজের পিছিয়ে পড়া মানুষ অথবা দুস্থ বন্ধুদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিত বন্ধুদের সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করেন।
১৯৯৯ থেকে ২০২১ সাল। মাঝখানে কেটে গেছে ২২ বছর। সেই পুরোনো বন্ধুদের সঙ্গে ফের দেখা। উচ্ছ্বাসটাও ছিল বাঁধভাঙা। দেখা মাত্রই আলিঙ্গন। সেলফি তুলে বন্ধুদের ফ্রেমবন্দী করে রাখতে ভুললেন না কেউই।
এই চিত্র মানিকগঞ্জের সাতটি উপজেলার এসএসসি-১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলার। গত শুক্রবার মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা এলাকায় চাপ কাবাব পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী। ‘বন্ধুত্বের বন্ধনে, থাকব মোরা মিলেমিশে’ প্রতিপাদ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে পুনর্মিলনীর অনুষ্ঠানের সূচনা হয়। পরে যেসব বন্ধু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় পরিচয় পর্ব।
জেলা সাতটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীরা একে একে মঞ্চে ওঠেন। পুরোনো সেই স্কুলজীবনের স্মৃতিচারণা করেন অনেকে। অনেকেই নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেন।
হরিরামপুর উপজেলার দেলোয়ার হোসেন ওরফে পলাশ বলেন, ‘প্রাণের এই মিলন মেলার জন্য বিয়ের অনুষ্ঠান পিছিয়েছি। যদিও কনেপক্ষে প্রথম আপত্তি করেছিল। ২২ বছর পর অনেক বন্ধুকে কাছে পেয়ে কী যে আনন্দ, তা শুধুই অনুভব করা যায়।’ পরে বন্ধুরা সবাই মিলে মঞ্চে তাঁর গায়ে হলুদ মেখে দেন।
মধ্যাহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ১৯৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে কণ্ঠশিল্পী আদনান আসিফ, তুলি, রুবেল খান, মিলি আক্তার গান পরিবেশন করেন। পাশাপাশি চলে কয়েকজন বন্ধুর নৃত্য পরিবেশনা। সন্ধ্যার পর র্যাফল ড্রয়ের আয়োজন করা হয়।
‘এসএসসি-৯৯ মানিকগঞ্জ’ ফেসবুক গ্রুপের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে গ্রুপের পক্ষ থেকে মো. জিন্নাহ খান সমাজের পিছিয়ে পড়া মানুষ অথবা দুস্থ বন্ধুদের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠিত বন্ধুদের সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে