মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
বাবা ভিক্ষা করে চালান সংসার। পরনে ভালো জামা নেই, পেট ভরে দুই বেলা খেতে পারে না। খাবার না খেয়েও কখনো কখনো স্কুলে যেতে হতো সুমাকে। দারিদ্র্যকে জয় করে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের অশোক রায়ের মেয়ে সুমা রায় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
সুমা রায়ের মা-বাবা বোঝেন না জিপিএ-৫ কী জিনিস। তাঁরা কেবল বোঝেন মেয়ে ভালো পাস করেছে। অশোক রায়ের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাঁচজনের সংসারে সুমা রায় ভাই-বোনদের মধ্যে বড়।
সুমা রায়ের সঙ্গে কথা হলে বলল, ‘আমার বাবা অশোক রায় একজন প্রতিবন্ধী। তাঁর ভিক্ষার টাকায় চলে আমাদের সংসার। মানুষের জমিতে কাজ করে লেখাপড়া চালিয়ে এসেছি এত দিন। আমাদের ঘর নেই, পড়ার একটি টেবিল পর্যন্ত ছিল না। ভালো একটি জামাও নেই। না খেয়ে অনেক দিনই স্কুলে যেতাম। অনেক কষ্ট হতো, তবু লেখাপড়া ছাড়িনি। আমার স্বপ্ন লেখাপড়া করে চিকিৎসক হব। দেশের অসহায় মানুষের সেবা করব। কিন্তু কলেজে ভর্তি এবং লেখাপড়া করার সামর্থ্য নেই। এসএসসি পরীক্ষার যেদিন ফল প্রকাশ হয়েছে, সেদিনও আমাদের ঘরে খাবার ছিল না। আমি সকালে অন্যের জমিতে ধানের চারা রোপণ করতে গেছি। জমি থেকে সন্ধ্যায় বাড়ি এসে তারপরে শিক্ষকদের কাছে ফল জানতে গেছি।’
সুমা রায়ের মা শিখা রায় বলেন, ‘মোর মাইয়া শুনছি ভালো পাস করেছে, জিপিএ-৫ কী তা মুই কিছু বুঝি না। মোর মাইয়ারে আর লেহাপড়া করাইতে পারমু না, এই যেডু লেহাপড়া করছে, কত দিন না খাইয়া স্কুলে গেছে।’
সুমা রায়ের বাবা অশোক রায় বলেন, ‘মুই এই লেহাপড়া কী তা বুঝি না। শুনি মাইয়াডা ভালো পাস করছে। ভালো পাস কইরা কী হইবে। ভিক্ষা কইরা খাইতে পারি না, ল্যাহা পড়ার টাহা দিমু কোথার তা।’
বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় বলেন, সুমা রায় দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার কাছ থেকে স্কুল নামমাত্র বেতন নিত। দেশের দানশীল ব্যক্তিরা সহযোগিতা করলে সুমা রায়ের স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
বাবা ভিক্ষা করে চালান সংসার। পরনে ভালো জামা নেই, পেট ভরে দুই বেলা খেতে পারে না। খাবার না খেয়েও কখনো কখনো স্কুলে যেতে হতো সুমাকে। দারিদ্র্যকে জয় করে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের অশোক রায়ের মেয়ে সুমা রায় বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
সুমা রায়ের মা-বাবা বোঝেন না জিপিএ-৫ কী জিনিস। তাঁরা কেবল বোঝেন মেয়ে ভালো পাস করেছে। অশোক রায়ের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে পাঁচজনের সংসারে সুমা রায় ভাই-বোনদের মধ্যে বড়।
সুমা রায়ের সঙ্গে কথা হলে বলল, ‘আমার বাবা অশোক রায় একজন প্রতিবন্ধী। তাঁর ভিক্ষার টাকায় চলে আমাদের সংসার। মানুষের জমিতে কাজ করে লেখাপড়া চালিয়ে এসেছি এত দিন। আমাদের ঘর নেই, পড়ার একটি টেবিল পর্যন্ত ছিল না। ভালো একটি জামাও নেই। না খেয়ে অনেক দিনই স্কুলে যেতাম। অনেক কষ্ট হতো, তবু লেখাপড়া ছাড়িনি। আমার স্বপ্ন লেখাপড়া করে চিকিৎসক হব। দেশের অসহায় মানুষের সেবা করব। কিন্তু কলেজে ভর্তি এবং লেখাপড়া করার সামর্থ্য নেই। এসএসসি পরীক্ষার যেদিন ফল প্রকাশ হয়েছে, সেদিনও আমাদের ঘরে খাবার ছিল না। আমি সকালে অন্যের জমিতে ধানের চারা রোপণ করতে গেছি। জমি থেকে সন্ধ্যায় বাড়ি এসে তারপরে শিক্ষকদের কাছে ফল জানতে গেছি।’
সুমা রায়ের মা শিখা রায় বলেন, ‘মোর মাইয়া শুনছি ভালো পাস করেছে, জিপিএ-৫ কী তা মুই কিছু বুঝি না। মোর মাইয়ারে আর লেহাপড়া করাইতে পারমু না, এই যেডু লেহাপড়া করছে, কত দিন না খাইয়া স্কুলে গেছে।’
সুমা রায়ের বাবা অশোক রায় বলেন, ‘মুই এই লেহাপড়া কী তা বুঝি না। শুনি মাইয়াডা ভালো পাস করছে। ভালো পাস কইরা কী হইবে। ভিক্ষা কইরা খাইতে পারি না, ল্যাহা পড়ার টাহা দিমু কোথার তা।’
বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় বলেন, সুমা রায় দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার কাছ থেকে স্কুল নামমাত্র বেতন নিত। দেশের দানশীল ব্যক্তিরা সহযোগিতা করলে সুমা রায়ের স্বপ্ন পূরণ হওয়া সম্ভব।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে