ফেসবুকের গ্রুপে ভর্তির প্রলোভন

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০৪: ৪৩

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক সম্মান প্রথম বর্ষে জালিয়াতির মাধ্যমে ভর্তির প্রলোভন দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী তাজহাট থানায় গত শনিবার এ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রক্টর অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মেধাতালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় শনিবার একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপ চালু করে ভর্তির প্রলোভন দেখায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, অসাধু চক্রটি ভর্তির বিষয়ে ভুয়া তথ্য সরবরাহ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

প্রক্টর জানান, শনিবার সকালে ‘brur চান্স ১০০% করে দিব’ নামে একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের চান্স পেয়ে দেব। এতে খরচ হবে ২০ হাজার টাকা। অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা।’

একই গ্রুপ থেকে শনিবার দুপুরে আরেকটি বার্তা দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন।’

প্রক্টর গোলাম রব্বানী বলেন, জালিয়াতির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ নেই। মেধা তালিকা থেকেই যথাযথ নিয়ম অনুসারে ভর্তি হতে হবে। যাঁরা জালিয়াতির মাধ্যমে ভর্তি করানোর প্রলোভন দেখাচ্ছেন, তাঁদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‍তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বেরোবিতে প্রথম বর্ষে ভর্তির জন্য যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে গত শুক্রবার সন্ধ্যায় ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিভাগের শর্ত ও প্রার্থীর পছন্দক্রমের ভিত্তিতে বিষয় নির্ধারণ করে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার এবং ভর্তি ৯ ও ১১ জানুয়ারি সংশ্লিষ্ট বিভাগে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটা এবং ১৩ জানুয়ারি অন্যান্য কোটায় ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

ভর্তি হতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগে যথা সময়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। সাক্ষাৎকার শেষে নির্ধারিত সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

বিএনপি দখল–চাঁদাবাজিতে, আ.লীগের অনুশোচনা নেই হত্যাকাণ্ডে: টিআইবি

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

শিক্ষার্থীদের পাথরে ভেঙেছে ট্রেনের ৩৮টি কাচ, হতে পারে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত