আজকের পত্রিকা ডেস্ক
রাত পোহালেই চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। আগামীকাল রোববার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নজরদারির দাবি জানিয়েছেন ভোটাররা।
জানা গেছে, মতলব উত্তরে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৩টি। আর ভোটকক্ষ আছে মোট ৫৭৩টি। এসব ইউপিতে অস্থায়ী কেন্দ্র রয়েছে ২টি। আর অস্থায়ী কক্ষ ৩০টি।
এর মধ্যে মতলব উত্তরের ১৩ নম্বর ইসলামাবাদ ইউপির তিতারকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিতে। ভোটকেন্দ্র দুটিই নদীবেষ্টিত। দুর্গম এলাকা হওয়ায় ওই কেন্দ্র দুটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আগ থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি রয়েছে এসব কেন্দ্রে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভোটের দিন পূর্ণ সময়ের জন্য একজন ম্যাজিস্ট্রেট এই এলাকার দায়িত্বে থাকার দাবি জানিয়েছেন ভোটাররা।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল আজকের পত্রিকাকে জানান, প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিতারকান্দি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হচ্ছে তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬২ জন। সনাতন ধর্মাবলম্বী ভোটারই ৯৫ শতাংশ। অপর কেন্দ্রটি তিতারকান্দি গ্রাম, চরশিবপুর ও শিবপুর গ্রাম নিয়ে ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ২৭২ জন। এ কেন্দ্রও সনাতন ধর্মাবলম্বী ভোটার ৮০ শতাংশ। এসব কেন্দ্রের সংখ্যালঘু ভোটাররাও নিরাপত্তার দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভোটার জানান, ভোটের পর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এ জন্য প্রশাসনের বিশেষ নজরদারি প্রয়োজন। ‘আমার ভোট আমি দেব—যাকে খুশি তাকে দেব।’ এই পরিবেশ চায় সব ভোটার।
শ্যামল নামের এক ভোটার বলেন, নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটদানের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার আশু দৃষ্টি কামনা করেছেন প্রার্থী ও ভোটারেরা।
রাত পোহালেই চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। ইতিমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার। আগামীকাল রোববার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নজরদারির দাবি জানিয়েছেন ভোটাররা।
জানা গেছে, মতলব উত্তরে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৩টি। আর ভোটকক্ষ আছে মোট ৫৭৩টি। এসব ইউপিতে অস্থায়ী কেন্দ্র রয়েছে ২টি। আর অস্থায়ী কক্ষ ৩০টি।
এর মধ্যে মতলব উত্তরের ১৩ নম্বর ইসলামাবাদ ইউপির তিতারকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিতে। ভোটকেন্দ্র দুটিই নদীবেষ্টিত। দুর্গম এলাকা হওয়ায় ওই কেন্দ্র দুটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আগ থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি রয়েছে এসব কেন্দ্রে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভোটের দিন পূর্ণ সময়ের জন্য একজন ম্যাজিস্ট্রেট এই এলাকার দায়িত্বে থাকার দাবি জানিয়েছেন ভোটাররা।
ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল আজকের পত্রিকাকে জানান, প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিতারকান্দি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হচ্ছে তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬২ জন। সনাতন ধর্মাবলম্বী ভোটারই ৯৫ শতাংশ। অপর কেন্দ্রটি তিতারকান্দি গ্রাম, চরশিবপুর ও শিবপুর গ্রাম নিয়ে ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ২৭২ জন। এ কেন্দ্রও সনাতন ধর্মাবলম্বী ভোটার ৮০ শতাংশ। এসব কেন্দ্রের সংখ্যালঘু ভোটাররাও নিরাপত্তার দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ভোটার জানান, ভোটের পর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এ জন্য প্রশাসনের বিশেষ নজরদারি প্রয়োজন। ‘আমার ভোট আমি দেব—যাকে খুশি তাকে দেব।’ এই পরিবেশ চায় সব ভোটার।
শ্যামল নামের এক ভোটার বলেন, নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটদানের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার আশু দৃষ্টি কামনা করেছেন প্রার্থী ও ভোটারেরা।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১১ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৩ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে