শেষ মুহূর্তে শনাক্তে স্বপ্নভঙ্গ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ০৭: ৩৯
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪: ০৪

কুমিল্লায় বিদেশগামীদের করোনাভাইরাস শনাক্ত আশঙ্কাজনক হারে বাড়ছে। বিদেশ যাওয়ার ২৪ ঘণ্টা আগে করোনাভাইরাস পরীক্ষার নিয়ম থাকায় বিদেশগামীদের জরুরি ভিত্তিতে পরীক্ষা ও ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ। এতে শনাক্তের হার বেশি থাকায় বিপাকে পড়ছেন এসব বিদেশগামী।

পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটসহ সবকিছু প্রস্তুত থাকলেও করোনারভাইরাসের পজিটিভ রিপোর্ট বিদেশ যেতে বাধা হয়ে দাঁড়ায়। এতে তাঁরা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে বিদেশগামীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার পর্যন্ত কুমিল্লা থেকে ৫৮ হাজার ৭৪৪ জন বিদেশগামী করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন। টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৪৩ জন। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৭৬ জন বিদেশগামীর। করোনার প্রথম ও দ্বিতীয় ধাপে এ শনাক্তের সংখ্যা কম থাকলেও তৃতীয় ধাপে আশঙ্কাজনক হারে বাড়ছে।

বছরের শুরুতে বিদেশগামীদের শনাক্তের হার কম থাকলেও দিন দিন তা বেড়েই চলেছে। জানুয়ারির প্রথম দিন ২৯৩ জন পরীক্ষা করে ১ জন শনাক্ত হয়েছেন। এভাবে গত সোমবার ৬৮১ জনের করোনাভাইরাস পরীক্ষায় ৭৩ জন বিদেশগামী শনাক্ত হয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মুদ্দত এলাকার বাসিন্দা বিদেশগামী জাহাঙ্গীর হোসেন গত সোমবার ওমান যাওয়ার কথা ছিল। বিমানের টিকিটসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছ থেকেও বিদায় পর্ব শেষ করেছেন। কিন্তু এর আগের দিন রোববার করোনা পরীক্ষায় শনাক্তের প্রতিবেদন হাতে পেয়েছেন। করোনা আক্রান্ত হওয়ায় তিনি আপাতত সুস্থ না হওয়া পর্যন্ত বিদেশ যেতে পারছেন না।

কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল এলাকার বাসিন্দা মো. রুবেল, রাজাপুর এলাকার মো. আলমঙ্গীর হোসেন, সদর দক্ষিণ উপজেলার মো. হানিফ মিয়াসহ আরও অনেকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশ যেতে না পেরে তাঁরা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের অনেকের বিমান টিকিট ছাড় দিয়ে ফেরত দিতে হচ্ছে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, ‘নিরাপদ আবাসন ও বিদেশগামীদের স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন উপজেলা ইউনিয়নের পাড়া-মহল্লায় গিয়ে সভা, উঠান-বৈঠকসহ নানা প্রচার কার্যক্রম পরিচালনা করছি। বিদেশে যাওয়ার আগের দিন যাঁরা করোনা পরীক্ষায় আক্রান্তের প্রতিবেদন পান, তাঁরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ব্যাপারে আমরা বিদেশগামীদের জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরাসহ নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান করব।’

জেলা ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, বিদেশগামীরা যেন কমপক্ষে ১৫ দিন আগে স্বজনদের কাছে দেখা ও বিদায়ের পর্ব শেষ করেন। আগে একবার করোনা পরীক্ষা করিয়ে নেন। তারপর যেন বাসায় থাকেন। ফলে বিদেশ যাওয়ার আগের দিন পরীক্ষা করে নিরাপদে বিদেশ যাত্রা করতে পারবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রংপুরে সাবেক দুই এমপিসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা

‘এই দিন দিন না, আরও দিন আছে’, আদালতে বললেন কামরুল

ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে আইন সংশোধন হচ্ছে: আসিফ নজরুল

প্রথমবার ব্যর্থ, পরদিন ভোরে হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত