রিক্তা রিচি, ঢাকা
শীতকাল। স্কুল-কলেজে পরীক্ষা শেষ, তাই বন্ধ। শীতে কাঁপতে কাঁপতে পরিবারের সবাই চলেছে গ্রামের বাড়ি। তার আগে কয়েক দিন ধরে মায়ের সে কী আয়োজন! সোয়েটার, মাফলার, মোজা, মোটা জামাসহ শীতের নতুন কাপড় কেনার ধুম পড়ে যেত। সারা বছর আত্মীয়স্বজন যাদের সঙ্গে দেখা হতো না, তাদের অনেকেই আসত এ সময়টাতে দেখা করার জন্য। খাওয়াদাওয়া, গানবাজনা, আড্ডা, দেখা-সাক্ষাৎ—সব মিলিয়ে সে এক বিরাট উৎসবের বিষয় ছিল বটে।
আমাদের ভ্রমণের গল্পটা মোটামুটি এ রকম। সময় বদলেছে। বদলেছে ভ্রমণের ধরন। তবে শীত এলেই বেরিয়ে পড়ার প্রবণতা আছে, কখনো দল বেঁধে, কখনো একা। আর আছে প্রস্তুতি। শীতে ঘুরতে যাওয়ার প্রস্তুতি।
যেমন হবে পোশাক
শীতের এই সময়ে পাহাড়ে ভ্রমণ আনন্দের। পাহাড়ে যেতে চাইলে দেশে পার্বত্য চট্টগ্রামই গন্তব্য। শীত পড়তে শুরু করেছে সেখানে। তাই বেড়াতে গেলে গরম কাপড় সঙ্গে নিন। তবে পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ওজন। পাহাড়ে যত কম ওজন নিয়ে যাওয়া যায়, ততই ভালো। তাই শীতের পোশাক হলেও সেগুলো যেন ওজনে কম হয়, সেটা মনে রাখবেন। অতিরিক্ত পোশাক না নিয়ে একটি, খুব বেশি হলে দুটি শীতের পোশাক এবং প্রয়োজনীয় জামাকাপড় সঙ্গে নিন। মোজা, মাফলার ইত্যাদি প্রয়োজনীয় জিনিস একাধিক নিতে পারেন। একটা হারিয়ে গেলে বা কোনো কারণে নষ্ট হলে বাড়তি পোশাক ব্যবহার করতে পারবেন। পাহাড়ে যাওয়ার আগে থাকার জায়গা ও গাইড আগে থেকে ঠিক করে নিন। পাহাড়ে অনেক জায়গায় যেতে অনুমতির দরকার হয়। অনুমতি ছাড়া কোথাও যাবেন না।
যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যান কিংবা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অল্প জামাকাপড় নিলে চলবে না। জ্যাকেট, চাদর, হুডি, শাল ইত্যাদি নিয়ে যাবেন। নয়তো শীতের প্রকোপে কুঁকড়ে যেতে পারেন। শিশুদের পোশাকের ব্যাপারে সচেতন থাকুন। পর্যাপ্ত গরম কাপড় নিন। সকাল ও সন্ধ্যায় ঠান্ডা তো হবেই, রাতের যেকোনো সময় তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। গরম কাপড় না থাকলে সে সময় বিপদে পড়তে পারেন।
যদি সমুদ্রভ্রমণের ইচ্ছে থাকে, তাহলে শীতকে ভয় না পেলেও চলবে। সমুদ্রের দিকে কিংবা যেসব এলাকায় কম ঠান্ডা পড়ে, সেসব স্থানে গেলে অল্প পোশাকেও পার পেয়ে যাবেন। জ্যাকেট, হুডি ও এ-সংক্রান্ত ভারী পোশাক না নিলেও চলবে। তবে হ্যাঁ, যদি মাঘ মাসের দিকে সমুদ্রে যান, তাহলে ভারী পোশাক অবশ্যই নেবেন।
জুতা
শীতে ভ্রমণের সময় জুতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গরমে স্যান্ডেল পরেই ঘুরতে চলে যাওয়া যায়, কিন্তু শীতে সেটা না করাই ভালো। কারণ একেক জায়গার তাপমাত্রা একেক রকম। তাই আরামদায়ক জুতা ব্যবহার করাই ভালো শীতকালীন ভ্রমণে। পাহাড়ে বেড়াতে গেলে পরে নিন স্নিকার, রানার কিংবা পাহাড়ে ওঠার বিশেষ জুতা। শীতে সাগরে বেড়াতে গেলেও সঙ্গে নিতে পারেন সেগুলো। তবে হোটেল থেকে সমুদ্রের দিকে যাওয়ার পথে স্যান্ডেল নিয়ে যেতে হবে। উত্তরবঙ্গের দিকে বেড়াতে গেলে জুতা অবশ্যই নিয়ে যেতে হবে। মোজা রাখবেন একাধিক জোড়া। রাতে ঘুমানোর সময় পরার জন্য বিশেষ ধরনের মোজা সঙ্গে রাখুন। আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সেগুলো ব্যবহার করুন।
প্রসাধনী
শীতের হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। চামড়া টানটান হয়ে আসে। শীতকালে যেকোনো জায়গায় যাওয়ার আগে ব্যাগে অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম, স্নো, লোশন, লিপবাম ইত্যাদি রাখুন। ব্যাগে রাখুন তেল-শ্যাম্পুও। কারণ শীতে বাইরের ধুলোবালুতে চুল ও ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। চুল রুক্ষ হয়ে যায়।
প্রয়োজনীয় ওষুধ
শীতকালে বিভিন্ন অসুখ, বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি পিছু ছাড়তে চায় না। আবহাওয়াগত পরিবর্তন, যাত্রার ধকল এবং কম ঘুমের কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, মাথাব্যথার ট্যাবলেট, খাওয়ার স্যালাইন ইত্যাদি রাখুন। সঙ্গে রাখুন বিশুদ্ধ পানি ও ফ্ল্যাস্ক।
শীতকাল। স্কুল-কলেজে পরীক্ষা শেষ, তাই বন্ধ। শীতে কাঁপতে কাঁপতে পরিবারের সবাই চলেছে গ্রামের বাড়ি। তার আগে কয়েক দিন ধরে মায়ের সে কী আয়োজন! সোয়েটার, মাফলার, মোজা, মোটা জামাসহ শীতের নতুন কাপড় কেনার ধুম পড়ে যেত। সারা বছর আত্মীয়স্বজন যাদের সঙ্গে দেখা হতো না, তাদের অনেকেই আসত এ সময়টাতে দেখা করার জন্য। খাওয়াদাওয়া, গানবাজনা, আড্ডা, দেখা-সাক্ষাৎ—সব মিলিয়ে সে এক বিরাট উৎসবের বিষয় ছিল বটে।
আমাদের ভ্রমণের গল্পটা মোটামুটি এ রকম। সময় বদলেছে। বদলেছে ভ্রমণের ধরন। তবে শীত এলেই বেরিয়ে পড়ার প্রবণতা আছে, কখনো দল বেঁধে, কখনো একা। আর আছে প্রস্তুতি। শীতে ঘুরতে যাওয়ার প্রস্তুতি।
যেমন হবে পোশাক
শীতের এই সময়ে পাহাড়ে ভ্রমণ আনন্দের। পাহাড়ে যেতে চাইলে দেশে পার্বত্য চট্টগ্রামই গন্তব্য। শীত পড়তে শুরু করেছে সেখানে। তাই বেড়াতে গেলে গরম কাপড় সঙ্গে নিন। তবে পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ওজন। পাহাড়ে যত কম ওজন নিয়ে যাওয়া যায়, ততই ভালো। তাই শীতের পোশাক হলেও সেগুলো যেন ওজনে কম হয়, সেটা মনে রাখবেন। অতিরিক্ত পোশাক না নিয়ে একটি, খুব বেশি হলে দুটি শীতের পোশাক এবং প্রয়োজনীয় জামাকাপড় সঙ্গে নিন। মোজা, মাফলার ইত্যাদি প্রয়োজনীয় জিনিস একাধিক নিতে পারেন। একটা হারিয়ে গেলে বা কোনো কারণে নষ্ট হলে বাড়তি পোশাক ব্যবহার করতে পারবেন। পাহাড়ে যাওয়ার আগে থাকার জায়গা ও গাইড আগে থেকে ঠিক করে নিন। পাহাড়ে অনেক জায়গায় যেতে অনুমতির দরকার হয়। অনুমতি ছাড়া কোথাও যাবেন না।
যদি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যান কিংবা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অল্প জামাকাপড় নিলে চলবে না। জ্যাকেট, চাদর, হুডি, শাল ইত্যাদি নিয়ে যাবেন। নয়তো শীতের প্রকোপে কুঁকড়ে যেতে পারেন। শিশুদের পোশাকের ব্যাপারে সচেতন থাকুন। পর্যাপ্ত গরম কাপড় নিন। সকাল ও সন্ধ্যায় ঠান্ডা তো হবেই, রাতের যেকোনো সময় তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। গরম কাপড় না থাকলে সে সময় বিপদে পড়তে পারেন।
যদি সমুদ্রভ্রমণের ইচ্ছে থাকে, তাহলে শীতকে ভয় না পেলেও চলবে। সমুদ্রের দিকে কিংবা যেসব এলাকায় কম ঠান্ডা পড়ে, সেসব স্থানে গেলে অল্প পোশাকেও পার পেয়ে যাবেন। জ্যাকেট, হুডি ও এ-সংক্রান্ত ভারী পোশাক না নিলেও চলবে। তবে হ্যাঁ, যদি মাঘ মাসের দিকে সমুদ্রে যান, তাহলে ভারী পোশাক অবশ্যই নেবেন।
জুতা
শীতে ভ্রমণের সময় জুতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। গরমে স্যান্ডেল পরেই ঘুরতে চলে যাওয়া যায়, কিন্তু শীতে সেটা না করাই ভালো। কারণ একেক জায়গার তাপমাত্রা একেক রকম। তাই আরামদায়ক জুতা ব্যবহার করাই ভালো শীতকালীন ভ্রমণে। পাহাড়ে বেড়াতে গেলে পরে নিন স্নিকার, রানার কিংবা পাহাড়ে ওঠার বিশেষ জুতা। শীতে সাগরে বেড়াতে গেলেও সঙ্গে নিতে পারেন সেগুলো। তবে হোটেল থেকে সমুদ্রের দিকে যাওয়ার পথে স্যান্ডেল নিয়ে যেতে হবে। উত্তরবঙ্গের দিকে বেড়াতে গেলে জুতা অবশ্যই নিয়ে যেতে হবে। মোজা রাখবেন একাধিক জোড়া। রাতে ঘুমানোর সময় পরার জন্য বিশেষ ধরনের মোজা সঙ্গে রাখুন। আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে সেগুলো ব্যবহার করুন।
প্রসাধনী
শীতের হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। চামড়া টানটান হয়ে আসে। শীতকালে যেকোনো জায়গায় যাওয়ার আগে ব্যাগে অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম, স্নো, লোশন, লিপবাম ইত্যাদি রাখুন। ব্যাগে রাখুন তেল-শ্যাম্পুও। কারণ শীতে বাইরের ধুলোবালুতে চুল ও ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। চুল রুক্ষ হয়ে যায়।
প্রয়োজনীয় ওষুধ
শীতকালে বিভিন্ন অসুখ, বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর ইত্যাদি পিছু ছাড়তে চায় না। আবহাওয়াগত পরিবর্তন, যাত্রার ধকল এবং কম ঘুমের কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, মাথাব্যথার ট্যাবলেট, খাওয়ার স্যালাইন ইত্যাদি রাখুন। সঙ্গে রাখুন বিশুদ্ধ পানি ও ফ্ল্যাস্ক।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে