নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার এই কর্মসূচি ঘিরে গাইবান্ধা, যশোরের মনিরামপুরসহ বেশ কিছু স্থানে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।
এদিন দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গাইবান্ধা জেলা যুবদল। মিছিলটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে শুরু হয় পুলিশের লাঠিপেটা। এ সময় বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। সাধারণ জনগণের যৌক্তিক আন্দোলন কোনো স্বৈরাচারী শাসক দমিয়ে রাখতে পারবে না।
বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে যশোরের মনিরামপুরে পৃথক হামলার ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার চিনাটোলা ও বাকোশপোল বাজারে এসব হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছি আমরা। বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু চিনাটোলা ও বাকোশপোল বাজারে কর্মসূচি পালনকালে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় আলমগীর হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহিম, মনিরুল ইসলাম, মইন উদ্দিন, হানিফা রায়হান, রাশেদ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।’
তবে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, মনিরামপুরে এমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।
এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তামাশাও শুরু করেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না তারা। তাই তারা উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিএনপি জড়িত—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের জমানায় বিএনপি যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তারা (আওয়ামী লীগ) সরকারে কেন আছে? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক। এ ধরনের কথা বলার অর্থ হলো তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শান্তিনগর এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগেও এদিন রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী চলমান বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার এই কর্মসূচি ঘিরে গাইবান্ধা, যশোরের মনিরামপুরসহ বেশ কিছু স্থানে এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
গত ২৬ ফেব্রুয়ারি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি।
এদিন দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গাইবান্ধা জেলা যুবদল। মিছিলটি বের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনে যেতে চাইলে শুরু হয় পুলিশের লাঠিপেটা। এ সময় বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পুলিশ বিনা উসকানিতে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করেছে। তারা জনগণের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। সাধারণ জনগণের যৌক্তিক আন্দোলন কোনো স্বৈরাচারী শাসক দমিয়ে রাখতে পারবে না।
বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘিরে যশোরের মনিরামপুরে পৃথক হামলার ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার চিনাটোলা ও বাকোশপোল বাজারে এসব হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বলেন, ‘কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছি আমরা। বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। কিন্তু চিনাটোলা ও বাকোশপোল বাজারে কর্মসূচি পালনকালে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় আলমগীর হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহিম, মনিরুল ইসলাম, মইন উদ্দিন, হানিফা রায়হান, রাশেদ আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন।’
তবে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, মনিরামপুরে এমন কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে থানায় কেউ কিছু জানায়নি।
এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘অবৈধ এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তামাশাও শুরু করেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছে না তারা। তাই তারা উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করছে।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিএনপি জড়িত—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের জমানায় বিএনপি যদি বাজার নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তারা (আওয়ামী লীগ) সরকারে কেন আছে? ক্ষমতা বিএনপির হাতে ছেড়ে দিক। এ ধরনের কথা বলার অর্থ হলো তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শান্তিনগর এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগেও এদিন রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে