আরিফুল হক তারেক, মুলাদী
মুলাদীতে উপজেলার বাটামারা-মুলাদী সড়কের গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন সেতুটির রেলিং ভেঙে গেছে। এটি অনেক সরুও। কিন্তু দীর্ঘ দিনেও মেরামত করা হয়নি সেতুটি। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
উপজেলা প্রকৌশলী জানিয়েছেন লোহার সেতুটি ভেঙে ঢালাই সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে
জানা গেছে, উপজেলার উত্তরাঞ্চলের বাটামারা, সফিপুর ও চরকালেখান ইউনিয়নের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম মুলাদী-বাটামারা সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের যাতায়াত। উপজেলার অন্যতম বৃহত্তম বাজার সোনামদ্দিন বন্দরসহ নোমরহাট, গলইভাঙা, জয়বাংলা বাজার, মুন্সীরহার, চরবাটামারা নতুন হাটের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে পণ্য পরিবহন করেন। সড়কে প্রতিদিন কয়েক শ অটোরিকশা, লেগুনা ও ভ্যান চলাচল করে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০ বছর আগে মুলাদী-বাটামারা সড়কের গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন খালে সরু লোহার কাঠামো ও পাটাতনের সেতুটি নির্মাণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে ছোট সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই রেলিং ভেঙে যায়। বর্তমানে এই সেতুর কোনো রেলিং অবশিষ্ট নেই। এ ছাড়া সেতুর মাঝখানে কয়েক জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। দ্রুত সেতুটি সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান গলইভাঙা গ্রামের বাসিন্দারা।
গলইভাঙা গ্রামের হাবিবুর রহমান বলেন, অনেক দিন আগে গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন খালে সেতু নির্মাণ করা হয়েছিল। তখন এই সড়ক দিয়ে শুধুমাত্র ভ্যান চলাচল করত। পরবর্তীতে সড়কগুলো বড় এবং পাকা হয়েছে। এলাকায় যানবাহন বেড়েছে। এখন প্রতিদিন এই সড়ক দিয়ে লেগুনা, অটোরিকশাসহ মালবাহী ছোট ট্রাক চলাচল করে। পুরোনো এই রেলিং ভাঙা সেতু দিয়ে গাড়ি চলাচল অনেক ঝুঁকিপূর্ণ।
অটোরিকশা চালক মো. মোশাররফ হোসেন বলেন, সেতুতে একটি অটোরিকশা উঠলে মোটরসাইকেল পর্যন্ত যেতে পারে না। এ ছাড়া সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শঙ্কায় থাকতে হয়। গুরুত্বপূর্ণ সড়কের এই সেতুটি দ্রুত বড় করা প্রয়োজন।
গাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে বলেন, মুলাদী-বাটামারা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে। লোহার সেতুটি ভেঙে বড় ঢালাই সেতু নির্মাণের চাহিদা দেওয়া হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সেতুটির দরপত্র সম্পন্ন হয়ে থাকার কথা। দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন সেতুটি ভেঙে ঢালাই সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে এবং কার্যাদেশ দেওয়ায় হয়েছে। দ্রুত কাজ শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুর নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।
মুলাদীতে উপজেলার বাটামারা-মুলাদী সড়কের গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন সেতুটির রেলিং ভেঙে গেছে। এটি অনেক সরুও। কিন্তু দীর্ঘ দিনেও মেরামত করা হয়নি সেতুটি। ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
উপজেলা প্রকৌশলী জানিয়েছেন লোহার সেতুটি ভেঙে ঢালাই সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে
জানা গেছে, উপজেলার উত্তরাঞ্চলের বাটামারা, সফিপুর ও চরকালেখান ইউনিয়নের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম মুলাদী-বাটামারা সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষের যাতায়াত। উপজেলার অন্যতম বৃহত্তম বাজার সোনামদ্দিন বন্দরসহ নোমরহাট, গলইভাঙা, জয়বাংলা বাজার, মুন্সীরহার, চরবাটামারা নতুন হাটের ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে পণ্য পরিবহন করেন। সড়কে প্রতিদিন কয়েক শ অটোরিকশা, লেগুনা ও ভ্যান চলাচল করে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০ বছর আগে মুলাদী-বাটামারা সড়কের গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন খালে সরু লোহার কাঠামো ও পাটাতনের সেতুটি নির্মাণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে ছোট সেতুটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই রেলিং ভেঙে যায়। বর্তমানে এই সেতুর কোনো রেলিং অবশিষ্ট নেই। এ ছাড়া সেতুর মাঝখানে কয়েক জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। দ্রুত সেতুটি সংস্কার করা না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান গলইভাঙা গ্রামের বাসিন্দারা।
গলইভাঙা গ্রামের হাবিবুর রহমান বলেন, অনেক দিন আগে গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন খালে সেতু নির্মাণ করা হয়েছিল। তখন এই সড়ক দিয়ে শুধুমাত্র ভ্যান চলাচল করত। পরবর্তীতে সড়কগুলো বড় এবং পাকা হয়েছে। এলাকায় যানবাহন বেড়েছে। এখন প্রতিদিন এই সড়ক দিয়ে লেগুনা, অটোরিকশাসহ মালবাহী ছোট ট্রাক চলাচল করে। পুরোনো এই রেলিং ভাঙা সেতু দিয়ে গাড়ি চলাচল অনেক ঝুঁকিপূর্ণ।
অটোরিকশা চালক মো. মোশাররফ হোসেন বলেন, সেতুতে একটি অটোরিকশা উঠলে মোটরসাইকেল পর্যন্ত যেতে পারে না। এ ছাড়া সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শঙ্কায় থাকতে হয়। গুরুত্বপূর্ণ সড়কের এই সেতুটি দ্রুত বড় করা প্রয়োজন।
গাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দীন বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে বলেন, মুলাদী-বাটামারা সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে। লোহার সেতুটি ভেঙে বড় ঢালাই সেতু নির্মাণের চাহিদা দেওয়া হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সেতুটির দরপত্র সম্পন্ন হয়ে থাকার কথা। দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, গলইভাঙা শরীফ বাড়ি মসজিদ সংলগ্ন সেতুটি ভেঙে ঢালাই সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র সম্পন্ন হয়েছে এবং কার্যাদেশ দেওয়ায় হয়েছে। দ্রুত কাজ শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুর নির্মাণ শেষ করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে