কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। গতকাল রোববার ‘সিটি করপোরেশনের অঙ্গীকার, নগর হবে পরিষ্কার’ স্লোগানে কর্মসূচি শুরু করা হয়। এর আওতায় নালা, সড়ক পরিচ্ছন্ন করা হবে। সেই সঙ্গে ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালানো হবে।
এ কর্মসূচিতে দেড় শ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩৬টি গাড়ি, কাউন্সিলর ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান তদারক করেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স ধানমন্ডি সড়কে নালা, কালিয়াজুড়ি শহীদ মিনার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের মুন্সেফ কোয়াটার সড়ক, ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মফিজাবাদ কলোনি, ১০ নম্বর ওয়ার্ডের কুমিল্লা টাওয়ারের পেছনের সড়ক, ২৪ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট সড়ক, ১১ নম্বর ওয়ার্ডের নিমতলী সড়ক, নবাববাড়ি থেকে ফয়সাল হাসপাতাল পর্যন্ত সড়কে নালা পরিষ্কার ও সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় সড়কের দুই পাশ দখল করে বসা হকারদের মালামাল সরিয়ে ফেলা হয়।
নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন আমাদের ওয়ার্ড ও নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। পাশাপাশি পরিবেশ সুন্দর রাখতে প্রতিটি নাগরিকেরও ভূমিকা পালন করতে হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. ইকরাম হোসেন ইকু বলেন, ‘প্রথম পর্যায়ে কয়েকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলছে। এগুলো শেষ করে পরের ধাপে অন্য ওয়ার্ডে শুরু হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। সিটি মেয়র নিজেই প্রতিটি কাজ তদারকি করছেন।’
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘প্রতিদিন ১৪৬ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। এর মধ্যে সিটি করপোরেশনের ৬৫ কর্মী ও বাইরে থেকে ৮১ জনকে আনা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের ৩০টি যান ও ভাড়া করা ছয়টি যান দিয়ে বর্জ্য অপসারণের কাজ চলছে।’
সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘প্রতি বছরেই নগরীর ২৭টি ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চলছে। নালাগুলো পরিষ্কার করা হচ্ছে; পাশাপাশি ফুটপাতের অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। নগরী সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চাই।’
কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। গতকাল রোববার ‘সিটি করপোরেশনের অঙ্গীকার, নগর হবে পরিষ্কার’ স্লোগানে কর্মসূচি শুরু করা হয়। এর আওতায় নালা, সড়ক পরিচ্ছন্ন করা হবে। সেই সঙ্গে ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালানো হবে।
এ কর্মসূচিতে দেড় শ জন পরিচ্ছন্নতাকর্মী, ৩৬টি গাড়ি, কাউন্সিলর ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন। গতকাল নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান তদারক করেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ সিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম দিন নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স ধানমন্ডি সড়কে নালা, কালিয়াজুড়ি শহীদ মিনার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের মুন্সেফ কোয়াটার সড়ক, ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মফিজাবাদ কলোনি, ১০ নম্বর ওয়ার্ডের কুমিল্লা টাওয়ারের পেছনের সড়ক, ২৪ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট সড়ক, ১১ নম্বর ওয়ার্ডের নিমতলী সড়ক, নবাববাড়ি থেকে ফয়সাল হাসপাতাল পর্যন্ত সড়কে নালা পরিষ্কার ও সড়ক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। এ সময় সড়কের দুই পাশ দখল করে বসা হকারদের মালামাল সরিয়ে ফেলা হয়।
নগরীর ৩ নম্বর ওয়ার্ডের রেসকোর্স এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন আমাদের ওয়ার্ড ও নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয়। পাশাপাশি পরিবেশ সুন্দর রাখতে প্রতিটি নাগরিকেরও ভূমিকা পালন করতে হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. ইকরাম হোসেন ইকু বলেন, ‘প্রথম পর্যায়ে কয়েকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলছে। এগুলো শেষ করে পরের ধাপে অন্য ওয়ার্ডে শুরু হবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। সিটি মেয়র নিজেই প্রতিটি কাজ তদারকি করছেন।’
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘প্রতিদিন ১৪৬ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। এর মধ্যে সিটি করপোরেশনের ৬৫ কর্মী ও বাইরে থেকে ৮১ জনকে আনা হয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের ৩০টি যান ও ভাড়া করা ছয়টি যান দিয়ে বর্জ্য অপসারণের কাজ চলছে।’
সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘প্রতি বছরেই নগরীর ২৭টি ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান চলছে। নালাগুলো পরিষ্কার করা হচ্ছে; পাশাপাশি ফুটপাতের অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে। নগরী সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহযোগিতা চাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে