আজাদুল আদনান, ঢাকা
টানা দুই মাসের বেশি সময় করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা ১ শতাংশের নিচে থাকার পর আবার তা সক্রিয় হয়ে উঠেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এখন সংক্রমণ ১৪ শতাংশ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা একে করোনার চতুর্থ ঢেউ হিসেবে আখ্যা দিচ্ছেন। আর পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম এবং আসন্ন ঈদুল আজহা ঘিরে লাখ লাখ মানুষের ঢাকা থেকে যাওয়া-আসা পরিস্থিতিকে খারাপের দিকে নিতে পারে। যদিও ভরসা একটাই, দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকার আওতায় এসেছে। বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারির শুরুতে ব্যাপকভাবে সামাজিক সংক্রমণের মাধ্যমে করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ে। তবে ডেলটার মতো প্রাণঘাতী না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সতর্ক হওয়ার প্রবণতা তেমনটা ছিল না। ফলে জানুয়ারিতে সংক্রমণের
হার ছিল রেকর্ড ৩৩ শতাংশ। এরপর তীব্রতা কমতে থাকে। এপ্রিল ও মে মাসে দৈনিক শনাক্ত ২০-৩০ জনে নেমে আসে, হার ছিল ১ শতাংশের অনেক নিচে। মৃত্যুও চলে এসেছিল শূন্যের কোঠায়। এমনকি করোনায় টানা ২০ দিন মৃত্যুহীন ছিল দেশ।
কিন্তু এখন আবার পুরোনো চরিত্রে ফিরছে করোনা, যা চতুর্থ ঢেউ হয়ে চলতি জুনের শুরু থেকে বেপরোয়া হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৩ থেকে ২৯ মে দেশে সংক্রমণের মাত্রা ছিল নিম্নমুখী। ৬ থেকে ১২ জুন পর্যন্ত আগের সপ্তাহের তুলনায় রোগী শনাক্তের হার ১১৮ শতাংশ বেশি ছিল। আর ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত সাত দিনে বাড়ে ৩৮৩ শতাংশ। বর্তমানে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলামের মতে, সংক্রমণের যে ধারা দেখা যাচ্ছে, সন্দেহাতীতভাবে বলা যায় নতুন ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশ। সামনে যা সামাজিক সংক্রমণের মধ্য দিয়ে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। বিশেষ করে পদ্মা সেতুর উদ্বোধন এবং আসন্ন ঈদুল আজহা ঘিরে সংক্রমণ বাড়বে। তবে গত বছরের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করেন তিনি।
সংক্রমণের এমন বেপরোয়া অবস্থা দেখে ১৮ জুন রাজধানীতে এক হুঁশিয়ারি দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। যেভাবে সংক্রমণ ছুটছে তাতে সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হওয়ার পাশাপাশি প্রাণহানি বাড়বে বলেও জানান তিনি।
হঠাৎ করে সংক্রমণ বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করছে বলে মনে করেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, প্রথমত, টিকা নেওয়ায় যে অ্যান্টিবডি তৈরি হয়, নির্দিষ্ট সময় পর তা ধীরে ধীরে কমে আসে। ফলে আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এ জন্য দ্রুত দুই ডোজ টিকা নিশ্চিতের পরও আক্রান্ত হচ্ছেন অনেকে। এ জন্য দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। দ্বিতীয়ত, ইনফ্লুয়েঞ্জাসহ কতকগুলো ভাইরাস আছে, যেগুলো অনেক আগে থেকেই আমাদের দেশে আছে। ভাইরাসের একটা নিয়ম হলো, কোনোটা দেহে প্রবেশ করলে আরেকটিকে প্রবেশ করতে দেয় না। কিন্তু শীতকালের ভাইরাসগুলো এখন কমে গেছে, ফলে করোনাকে বাধা দেওয়ার মতো ভাইরাস দেহে নেই। তবে এটি এখনো ধারণামাত্র।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘সংক্রমণ বাড়ার পেছনে কোন ধরন কাজ করছে, সেটি বের করতে প্রয়োজন ব্যাপক আকারে ধরন বিশ্লেষণ। এতে করে ধরনটি আমাদের জন্য কতটা ক্ষতিকর, সেটি জানা যাবে এবং মানুষকে সতর্ক করা যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ওমিক্রনের একটি উপধরন কাজ করতে পারে। আবারও এও দেখতে হবে, ধরনটি বাংলাদেশে উৎপত্তি হয়েছে, নাকি কোনো দেশ থেকে আসা রোগীর মাধ্যমে ঘটেছে।’
টানা দুই মাসের বেশি সময় করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা ১ শতাংশের নিচে থাকার পর আবার তা সক্রিয় হয়ে উঠেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এখন সংক্রমণ ১৪ শতাংশ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা একে করোনার চতুর্থ ঢেউ হিসেবে আখ্যা দিচ্ছেন। আর পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম এবং আসন্ন ঈদুল আজহা ঘিরে লাখ লাখ মানুষের ঢাকা থেকে যাওয়া-আসা পরিস্থিতিকে খারাপের দিকে নিতে পারে। যদিও ভরসা একটাই, দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকার আওতায় এসেছে। বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারির শুরুতে ব্যাপকভাবে সামাজিক সংক্রমণের মাধ্যমে করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ে। তবে ডেলটার মতো প্রাণঘাতী না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সতর্ক হওয়ার প্রবণতা তেমনটা ছিল না। ফলে জানুয়ারিতে সংক্রমণের
হার ছিল রেকর্ড ৩৩ শতাংশ। এরপর তীব্রতা কমতে থাকে। এপ্রিল ও মে মাসে দৈনিক শনাক্ত ২০-৩০ জনে নেমে আসে, হার ছিল ১ শতাংশের অনেক নিচে। মৃত্যুও চলে এসেছিল শূন্যের কোঠায়। এমনকি করোনায় টানা ২০ দিন মৃত্যুহীন ছিল দেশ।
কিন্তু এখন আবার পুরোনো চরিত্রে ফিরছে করোনা, যা চতুর্থ ঢেউ হয়ে চলতি জুনের শুরু থেকে বেপরোয়া হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৩ থেকে ২৯ মে দেশে সংক্রমণের মাত্রা ছিল নিম্নমুখী। ৬ থেকে ১২ জুন পর্যন্ত আগের সপ্তাহের তুলনায় রোগী শনাক্তের হার ১১৮ শতাংশ বেশি ছিল। আর ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত সাত দিনে বাড়ে ৩৮৩ শতাংশ। বর্তমানে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলামের মতে, সংক্রমণের যে ধারা দেখা যাচ্ছে, সন্দেহাতীতভাবে বলা যায় নতুন ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশ। সামনে যা সামাজিক সংক্রমণের মধ্য দিয়ে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। বিশেষ করে পদ্মা সেতুর উদ্বোধন এবং আসন্ন ঈদুল আজহা ঘিরে সংক্রমণ বাড়বে। তবে গত বছরের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে মনে করেন তিনি।
সংক্রমণের এমন বেপরোয়া অবস্থা দেখে ১৮ জুন রাজধানীতে এক হুঁশিয়ারি দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। যেভাবে সংক্রমণ ছুটছে তাতে সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হওয়ার পাশাপাশি প্রাণহানি বাড়বে বলেও জানান তিনি।
হঠাৎ করে সংক্রমণ বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করছে বলে মনে করেন অধ্যাপক নজরুল ইসলাম। তিনি বলেন, প্রথমত, টিকা নেওয়ায় যে অ্যান্টিবডি তৈরি হয়, নির্দিষ্ট সময় পর তা ধীরে ধীরে কমে আসে। ফলে আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এ জন্য দ্রুত দুই ডোজ টিকা নিশ্চিতের পরও আক্রান্ত হচ্ছেন অনেকে। এ জন্য দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। দ্বিতীয়ত, ইনফ্লুয়েঞ্জাসহ কতকগুলো ভাইরাস আছে, যেগুলো অনেক আগে থেকেই আমাদের দেশে আছে। ভাইরাসের একটা নিয়ম হলো, কোনোটা দেহে প্রবেশ করলে আরেকটিকে প্রবেশ করতে দেয় না। কিন্তু শীতকালের ভাইরাসগুলো এখন কমে গেছে, ফলে করোনাকে বাধা দেওয়ার মতো ভাইরাস দেহে নেই। তবে এটি এখনো ধারণামাত্র।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘সংক্রমণ বাড়ার পেছনে কোন ধরন কাজ করছে, সেটি বের করতে প্রয়োজন ব্যাপক আকারে ধরন বিশ্লেষণ। এতে করে ধরনটি আমাদের জন্য কতটা ক্ষতিকর, সেটি জানা যাবে এবং মানুষকে সতর্ক করা যাবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ওমিক্রনের একটি উপধরন কাজ করতে পারে। আবারও এও দেখতে হবে, ধরনটি বাংলাদেশে উৎপত্তি হয়েছে, নাকি কোনো দেশ থেকে আসা রোগীর মাধ্যমে ঘটেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে