রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে প্রচার চালাতে না দেওয়ার অভিযোগ করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা তাঁর প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন। মিথ্যা মামলা দিয়েও তাঁর সমর্থকদের হয়রানি করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাউস। তিনি পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী। আওয়ামী লীগ নেতা বাবু পৌরসভার টানা দুবারের মেয়র ছিলেন।
প্রথমবার দলীয় মনোনয়ন পেয়েই তিনি মেয়র হয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে দলের মনোনয়ন পাননি। তাই ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে মেয়র হন। এর দুই মাসের মাথায় তিনি ভারতে চিকিৎসা করাতে গিয়ে মারা যান। তাই এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রয়াত মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদাউস আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর প্রতীক নারকেলগাছ। ভোট হবে আগামী ৭ অক্টোবর।
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদাউস বলেন, এলাকার মানুষ তাঁর স্বামীকে খুব ভালোবাসতেন। এলাকার মানুষের ইচ্ছায় তিনি ভোটে দাঁড়িয়েছেন। এখন নৌকা প্রতীকের প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাসের সমর্থকেরা তাঁকে প্রচার চালাতে দিচ্ছেন না। তাঁর তিনটি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সব ওয়ার্ডে লাগানো পোস্টার নামিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উল্টো হয়রানি করতে তাঁর ৫১ জন সমর্থকের নাম উল্লেখ করে মিথ্যা মামলা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, তাঁর সমর্থকেরা নাকি আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছেন। এখন পুলিশ তাঁর কর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে।
অয়েজ উদ্দিন বিশ্বাস গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি। এবার পঞ্চমবারের মতো মেয়র প্রার্থী হয়েছেন তিনি। আগের চারবারের প্রতিবারই হেরেছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে কল করা হলে একজন ধরে জানান, তিনি নির্বাচনী সভায় ব্যস্ত। কথা বলতে পারবেন না।
পুলিশের হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘হয়রানির অভিযোগ সত্য নয়। যাঁদের নামে মামলা হয়েছে, শুধু তাঁদেরই গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এই উপনির্বাচনে আরও দুজন মেয়র প্রার্থী আছেন। তাঁরা হলেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া রুলু ও জামায়াত নেতা আমিনুল ইসলাম।
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে প্রচার চালাতে না দেওয়ার অভিযোগ করেছেন একজন স্বতন্ত্র প্রার্থী। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকেরা তাঁর প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন। মিথ্যা মামলা দিয়েও তাঁর সমর্থকদের হয়রানি করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাউস। তিনি পৌরসভার প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী। আওয়ামী লীগ নেতা বাবু পৌরসভার টানা দুবারের মেয়র ছিলেন।
প্রথমবার দলীয় মনোনয়ন পেয়েই তিনি মেয়র হয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে দলের মনোনয়ন পাননি। তাই ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে মেয়র হন। এর দুই মাসের মাথায় তিনি ভারতে চিকিৎসা করাতে গিয়ে মারা যান। তাই এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রয়াত মেয়রের স্ত্রী জান্নাতুল ফেরদাউস আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর প্রতীক নারকেলগাছ। ভোট হবে আগামী ৭ অক্টোবর।
সংবাদ সম্মেলনে জান্নাতুল ফেরদাউস বলেন, এলাকার মানুষ তাঁর স্বামীকে খুব ভালোবাসতেন। এলাকার মানুষের ইচ্ছায় তিনি ভোটে দাঁড়িয়েছেন। এখন নৌকা প্রতীকের প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাসের সমর্থকেরা তাঁকে প্রচার চালাতে দিচ্ছেন না। তাঁর তিনটি মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সব ওয়ার্ডে লাগানো পোস্টার নামিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উল্টো হয়রানি করতে তাঁর ৫১ জন সমর্থকের নাম উল্লেখ করে মিথ্যা মামলা করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, তাঁর সমর্থকেরা নাকি আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছেন। এখন পুলিশ তাঁর কর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে।
অয়েজ উদ্দিন বিশ্বাস গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি। এবার পঞ্চমবারের মতো মেয়র প্রার্থী হয়েছেন তিনি। আগের চারবারের প্রতিবারই হেরেছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে তাঁর মোবাইলে কল করা হলে একজন ধরে জানান, তিনি নির্বাচনী সভায় ব্যস্ত। কথা বলতে পারবেন না।
পুলিশের হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘হয়রানির অভিযোগ সত্য নয়। যাঁদের নামে মামলা হয়েছে, শুধু তাঁদেরই গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এই উপনির্বাচনে আরও দুজন মেয়র প্রার্থী আছেন। তাঁরা হলেন বিএনপি নেতা গোলাম কিবরিয়া রুলু ও জামায়াত নেতা আমিনুল ইসলাম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে