রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শংকরদীরপাড় গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত শেখের মেয়ে পপির (৩৫) সঙ্গে ও পূর্ব সরমঙ্গল গ্রামের রশিদ খার (৬৫) সঙ্গে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটি হয়। পরে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জেরে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পপির ভাইসহ শংকরদীরপাড় গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে রশিদ খা ও তাঁর লোকদের মধ্যে কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট বন্দরের কাঠেরপোল সেতু এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন।
এ আহতরা হলেন শেরে আলী মুন্সী (৬০), আশিকুল ইসলাম (২৬), রাব্বি (১২), আজিজুল মোল্লা (২২), ইমন (১৮), মিজানুর খান (২৫), সুজন মুন্সি (২৫), হাফিজুর বেপারী (২৪), সজীব মোল্লা (২২), রাব্বি (১৭) প্রমুখ।
পপি বলেন, গতকাল রশিদ খা আমাকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন। বিষয়টি জানতে গেলে (শুক্রবার) তাঁরা আমার কাকাকে মারধর করেন।’
রশিদ খা বলেন, ‘মাফলার প্যাঁচানো সময় তার সঙ্গে আমার ধাক্কা লাগে। আমি তাঁকে বলছি, দেখতে পাইনি। সে আমাকে গালাগালি করেন। আজ (শুক্রবার) সকালে তাঁরা আমাকে তুলে নিতে এসেছিলেন। পরে এই ঘটনা ঘটে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ‘পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
মাদারীপুরের রাজৈর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের কাঠেরপোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোড়ে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শংকরদীরপাড় গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত শেখের মেয়ে পপির (৩৫) সঙ্গে ও পূর্ব সরমঙ্গল গ্রামের রশিদ খার (৬৫) সঙ্গে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটি হয়। পরে উপস্থিত স্থানীয় বাসিন্দারা ঘটনাটি মীমাংসা করে দেন। ওই ঘটনার জেরে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পপির ভাইসহ শংকরদীরপাড় গ্রামের কয়েক ব্যক্তির সঙ্গে রশিদ খা ও তাঁর লোকদের মধ্যে কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টেকেরহাট বন্দরের কাঠেরপোল সেতু এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন।
এ আহতরা হলেন শেরে আলী মুন্সী (৬০), আশিকুল ইসলাম (২৬), রাব্বি (১২), আজিজুল মোল্লা (২২), ইমন (১৮), মিজানুর খান (২৫), সুজন মুন্সি (২৫), হাফিজুর বেপারী (২৪), সজীব মোল্লা (২২), রাব্বি (১৭) প্রমুখ।
পপি বলেন, গতকাল রশিদ খা আমাকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে উত্তেজিত হয়ে ওঠেন। বিষয়টি জানতে গেলে (শুক্রবার) তাঁরা আমার কাকাকে মারধর করেন।’
রশিদ খা বলেন, ‘মাফলার প্যাঁচানো সময় তার সঙ্গে আমার ধাক্কা লাগে। আমি তাঁকে বলছি, দেখতে পাইনি। সে আমাকে গালাগালি করেন। আজ (শুক্রবার) সকালে তাঁরা আমাকে তুলে নিতে এসেছিলেন। পরে এই ঘটনা ঘটে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ‘পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে শটগানের ১১৮ রাউন্ড গুলি ও ১১ রাউন্ড টিয়ারগ্যাস ছোড়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে