বিনোদন ডেস্ক
আজ থেকে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়াল। জি বাংলা নিয়ে আসছে এক সাধারণ গৃহবধূর স্বপ্নপূরণের গল্প ‘কার কাছে কই মনের কথা’। প্রচারিত হবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আর সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হবে অসম প্রেমের গল্প ‘রূপসাগরে মনের মানুষ’।
কার কাছে কই মনের কথা
এ সিরিয়ালের প্রধান মুখ মানালি দে। স্টার জলসায় ‘ধুলোকণা’ শেষ হওয়ার পর এ সিরিয়াল দিয়ে টিভিতে ফিরছেন মানালি। তবে তিনি শুধু একা নন, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আরও চার অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস ও সৃজনী মিত্র। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। এতে মানালির চরিত্রের নাম শিমুল। যে বাড়িতে নতুন বউ হয়ে আসে শিমুল, তার পাশের বাড়িতেই থাকে চার তরুণী। নানা সংকটে শিমুলের পাশে এসে দাঁড়ায় তারা।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্পে শিমুল ভালো গান করে। একটি নামী মিউজিক স্কুল থেকে গানের জন্য বিশেষ স্বীকৃতিও পায়। কিন্তু তার শ্বশুরবাড়িতে এসবের কোনো কদর নেই। শাশুড়ি, বর—সবাই সারাক্ষণ ব্যস্ত নতুন বউয়ের খুঁত ধরতে। সবার কটাক্ষ মুখ বুজে সহ্য করে শিমুল। অশ্রু গোপন করে গানের জন্য পাওয়া সার্টিফিকেটও ছিঁড়ে ফেলে। ঘরের চার দেয়ালের মধ্যে শিমুলকে কেউ বুঝতে না চাইলেও প্রতিবেশী দিদিরা হয়ে ওঠে তার সহচরী।
তারাই সেই ছেঁড়া সার্টিফিকেট জোড়া দিয়ে চমকে দেয় শিমুলকে। সব ভুলে নিজের স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার সাহস জোগায় তারা। শেষ পর্যন্ত শিমুল কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে—এ প্রশ্ন সামনে রেখেই এগিয়ে যাবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প।
রূপসাগরে মনের মানুষ
জি বাংলার ‘লালকুঠি’র পর সান বাংলার ‘রূপসাগরে মনের মানুষ’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন রুকমা রায়। রূপ নয়, গুণই ভালোবাসার আসল মাপকাঠি—এ বার্তা নিয়েই এগিয়ে যাবে গল্প। এতে রুকমার চরিত্রের নাম অন্নপূর্ণা। পুলিশ কর্মকর্তার মেয়ে সে। পরিবারের সবার নয়নের মণি। এলাকার সবাই তাকে ভালোবাসে। বাবা চায় মেয়েকে এমন কারও হাতে তুলে দিতে, যে অন্নপূর্ণাকে মনের মানুষ করে রাখবে। অন্যদিকে প্রভাবশালী নারী অনুসূয়া দেবী চায় তার ছেলে বিয়ে করে সংসারী হোক। নিজের ছেলের রূপ, গুণ বর্ণনা করে ঘটককে নির্দেশ দেয় এমন মেয়ে খুঁজে আনার, যে তার ছেলের যোগ্য সঙ্গী হবে। এতে রুকমার বিপরীতে নায়ক চরিত্রে দেখা মিলবে দেবায়ন ভট্টাচার্যের। আর রুকমার শাশুড়ি অনুসূয়া দেবীর চরিত্রে থাকছেন অঞ্জনা বসু।
আজ থেকে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়াল। জি বাংলা নিয়ে আসছে এক সাধারণ গৃহবধূর স্বপ্নপূরণের গল্প ‘কার কাছে কই মনের কথা’। প্রচারিত হবে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আর সান বাংলায় বাংলাদেশ সময় প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হবে অসম প্রেমের গল্প ‘রূপসাগরে মনের মানুষ’।
কার কাছে কই মনের কথা
এ সিরিয়ালের প্রধান মুখ মানালি দে। স্টার জলসায় ‘ধুলোকণা’ শেষ হওয়ার পর এ সিরিয়াল দিয়ে টিভিতে ফিরছেন মানালি। তবে তিনি শুধু একা নন, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আরও চার অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস ও সৃজনী মিত্র। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। এতে মানালির চরিত্রের নাম শিমুল। যে বাড়িতে নতুন বউ হয়ে আসে শিমুল, তার পাশের বাড়িতেই থাকে চার তরুণী। নানা সংকটে শিমুলের পাশে এসে দাঁড়ায় তারা।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্পে শিমুল ভালো গান করে। একটি নামী মিউজিক স্কুল থেকে গানের জন্য বিশেষ স্বীকৃতিও পায়। কিন্তু তার শ্বশুরবাড়িতে এসবের কোনো কদর নেই। শাশুড়ি, বর—সবাই সারাক্ষণ ব্যস্ত নতুন বউয়ের খুঁত ধরতে। সবার কটাক্ষ মুখ বুজে সহ্য করে শিমুল। অশ্রু গোপন করে গানের জন্য পাওয়া সার্টিফিকেটও ছিঁড়ে ফেলে। ঘরের চার দেয়ালের মধ্যে শিমুলকে কেউ বুঝতে না চাইলেও প্রতিবেশী দিদিরা হয়ে ওঠে তার সহচরী।
তারাই সেই ছেঁড়া সার্টিফিকেট জোড়া দিয়ে চমকে দেয় শিমুলকে। সব ভুলে নিজের স্বপ্নকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার সাহস জোগায় তারা। শেষ পর্যন্ত শিমুল কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে—এ প্রশ্ন সামনে রেখেই এগিয়ে যাবে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প।
রূপসাগরে মনের মানুষ
জি বাংলার ‘লালকুঠি’র পর সান বাংলার ‘রূপসাগরে মনের মানুষ’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন রুকমা রায়। রূপ নয়, গুণই ভালোবাসার আসল মাপকাঠি—এ বার্তা নিয়েই এগিয়ে যাবে গল্প। এতে রুকমার চরিত্রের নাম অন্নপূর্ণা। পুলিশ কর্মকর্তার মেয়ে সে। পরিবারের সবার নয়নের মণি। এলাকার সবাই তাকে ভালোবাসে। বাবা চায় মেয়েকে এমন কারও হাতে তুলে দিতে, যে অন্নপূর্ণাকে মনের মানুষ করে রাখবে। অন্যদিকে প্রভাবশালী নারী অনুসূয়া দেবী চায় তার ছেলে বিয়ে করে সংসারী হোক। নিজের ছেলের রূপ, গুণ বর্ণনা করে ঘটককে নির্দেশ দেয় এমন মেয়ে খুঁজে আনার, যে তার ছেলের যোগ্য সঙ্গী হবে। এতে রুকমার বিপরীতে নায়ক চরিত্রে দেখা মিলবে দেবায়ন ভট্টাচার্যের। আর রুকমার শাশুড়ি অনুসূয়া দেবীর চরিত্রে থাকছেন অঞ্জনা বসু।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে