সম্পাদকীয়
কালনী নদীর পশ্চিম পারে শাহ আবদুল করিমের বাড়ি। তিনি তখন অসুস্থ। বয়স হয়েছে। সবকিছু মনে রাখতে পারছেন না। এই মুহূর্তে যা জিজ্ঞেস করছেন, পর মুহূর্তেই তা ভুলে যাচ্ছেন।
এ রকম একটি দিনে সেই ঘাটে একটা মাঝারি আকারের ইঞ্জিনচালিত নৌকা ভিড়ল। নৌকা থেকেই দেখা গেল কুঞ্জাকৃতির চৌচালা ঘরটি। সাধারণত এ ধরনের ঘর গ্রামাঞ্চলে খুব কম। বাউলপুত্র নূরজালাল এসে অতিথিদের বরণ করে নিলেন।
গ্রামের নাম উজান ধল। চৌচালা বাড়িটির সামনে অনেকটা খালি জায়গা। ঘরটির পশ্চিমে শাহ আবদুল করিমের স্ত্রী সরলার সমাধি।অতিথিরা বাউলের ঘরে ঢুকলেন। সমস্বরে অভিবাদন জানালেন। দীর্ঘদেহী বাউলসম্রাটের চেহারা ভাবলেশহীন। ডায়রিয়ায় ভুগেছেন, শরীর খুব দুর্বল তাঁর। কথা বলেন খুব কম। বাউলের বিছানায় তাঁর পাশে বসলেন মি. হান্নান।
টেবিলের ওপর রাখা হলো ধল বাজারের খাঁটি ছানার মিষ্টি আর দুধ।
বাউলসম্রাটকে ড. ফাত্তাহ জিজ্ঞেস করলেন, ‘আমাকে চিনতে পারছেন?’
বাউলসম্রাট বললেন, ‘আপনাকে সবার আগে চিনতে পেরেছি।’
জামান সাহেব বললেন, ‘বলেন তো, আমি কে?’
তাঁকে থামিয়ে দিলেন হান্নান সাহেব। বললেন, ‘পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিলে আমিও ফেল করব।’
বাউলসম্রাটের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।
কুঞ্জাকৃতি ঘরটায় শুরু হলো বাউলের গান। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...’। আরও কত গান।
হঠাৎ গানের মাঝখানে উঠে গেলেন বাউলসম্রাট। এর পাঁচ মিনিট পর তিনি ছেলের ঘরে এসে বসলেন। বললেন, ‘সিলেট থেকে যাঁদের আসার কথা, তাঁরা আসলেন না কেন?’
নূরজালাল বললেন, ‘তুমি তো তাঁদের সঙ্গে ও ঘরে বসে গান শুনছিলে! তুমি তো হঠাৎ করে এ ঘরে চলে এলে।’
বাউল তখনই উঠে দাঁড়িয়ে বললেন, ‘তাহলে তো আমার ও ঘরে যাওয়া প্রয়োজন।’
সূত্র: সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ, পৃষ্ঠা ৭৯-৮০
কালনী নদীর পশ্চিম পারে শাহ আবদুল করিমের বাড়ি। তিনি তখন অসুস্থ। বয়স হয়েছে। সবকিছু মনে রাখতে পারছেন না। এই মুহূর্তে যা জিজ্ঞেস করছেন, পর মুহূর্তেই তা ভুলে যাচ্ছেন।
এ রকম একটি দিনে সেই ঘাটে একটা মাঝারি আকারের ইঞ্জিনচালিত নৌকা ভিড়ল। নৌকা থেকেই দেখা গেল কুঞ্জাকৃতির চৌচালা ঘরটি। সাধারণত এ ধরনের ঘর গ্রামাঞ্চলে খুব কম। বাউলপুত্র নূরজালাল এসে অতিথিদের বরণ করে নিলেন।
গ্রামের নাম উজান ধল। চৌচালা বাড়িটির সামনে অনেকটা খালি জায়গা। ঘরটির পশ্চিমে শাহ আবদুল করিমের স্ত্রী সরলার সমাধি।অতিথিরা বাউলের ঘরে ঢুকলেন। সমস্বরে অভিবাদন জানালেন। দীর্ঘদেহী বাউলসম্রাটের চেহারা ভাবলেশহীন। ডায়রিয়ায় ভুগেছেন, শরীর খুব দুর্বল তাঁর। কথা বলেন খুব কম। বাউলের বিছানায় তাঁর পাশে বসলেন মি. হান্নান।
টেবিলের ওপর রাখা হলো ধল বাজারের খাঁটি ছানার মিষ্টি আর দুধ।
বাউলসম্রাটকে ড. ফাত্তাহ জিজ্ঞেস করলেন, ‘আমাকে চিনতে পারছেন?’
বাউলসম্রাট বললেন, ‘আপনাকে সবার আগে চিনতে পেরেছি।’
জামান সাহেব বললেন, ‘বলেন তো, আমি কে?’
তাঁকে থামিয়ে দিলেন হান্নান সাহেব। বললেন, ‘পরীক্ষা নেবেন না। পরীক্ষা নিলে আমিও ফেল করব।’
বাউলসম্রাটের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে।
কুঞ্জাকৃতি ঘরটায় শুরু হলো বাউলের গান। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম...’। আরও কত গান।
হঠাৎ গানের মাঝখানে উঠে গেলেন বাউলসম্রাট। এর পাঁচ মিনিট পর তিনি ছেলের ঘরে এসে বসলেন। বললেন, ‘সিলেট থেকে যাঁদের আসার কথা, তাঁরা আসলেন না কেন?’
নূরজালাল বললেন, ‘তুমি তো তাঁদের সঙ্গে ও ঘরে বসে গান শুনছিলে! তুমি তো হঠাৎ করে এ ঘরে চলে এলে।’
বাউল তখনই উঠে দাঁড়িয়ে বললেন, ‘তাহলে তো আমার ও ঘরে যাওয়া প্রয়োজন।’
সূত্র: সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আবদুল করিম সংবর্ধন-গ্রন্থ, পৃষ্ঠা ৭৯-৮০
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে