নীলফামারী ও দিনাজপুর প্রতিনিধি
গত তিন দিন থেকে নীলফামারী দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কৃষকেরা গবাদি পশু-পাখি চট দিয়ে ঢেকে রেখে শীতের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন। সব মিলিয়ে তাপমাত্রা আরও কমতে পারে বলছে আবহাওয়া বিভাগ।
গতকাল রোববার নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত শুক্রবার। ওই দিন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে প্রবাহিত হয়েছিল।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে তাপমাত্রা বেড়েছে মাত্র শূন্য দশমিক এক শতাংশ, অর্থাৎ গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হয়। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন দিন থেকে এই অঞ্চলে মাঝারি থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই-তিন দিন এ অবস্থা থাকতে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল দুপুর পর্যন্ত বন্ধ থাকছে।
নীলফামারী উত্তরা ইপিজেডের সিএনজি চালক রশিদুল ইসলাম আজকের পত্রিকার জানান, ‘কয়েক দিন থেকে শীত বেশি পড়ছে। গরম পোশাক পরলেও ঠান্ডায় শরীর কাঁপছে। শীতের তীব্রতায় গ্রামের হাটবাজারে ও শহরে লোকসমাগম কমে গেছে। সকালে দোকানপাট যেমন খুলছে না, আবার সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। এসব কারণে রাস্তাঘাটে মানুষের চলাচলও কম। যাত্রী তেমন একটা পাচ্ছি না। আরও দু-এক দিন এমন অবস্থা চললে আয় রোজগারের অভাবে সংসারে চালানো কষ্টকর হবে।’
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, শুক্রবার থেকে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শৈত্যপ্রবাহটি মাঝারি থেকে মৃদু হিসেবে বইতে থাকে, যা গতকাল রোববার পর্যন্ত অব্যাহত রয়েছে। তিনি জানান, জেলায় আগামী ২-৩ দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
গত তিন দিন থেকে নীলফামারী দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কৃষকেরা গবাদি পশু-পাখি চট দিয়ে ঢেকে রেখে শীতের তীব্রতা থেকে রক্ষা করার চেষ্টা করছেন। সব মিলিয়ে তাপমাত্রা আরও কমতে পারে বলছে আবহাওয়া বিভাগ।
গতকাল রোববার নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত শুক্রবার। ওই দিন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে প্রবাহিত হয়েছিল।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে তাপমাত্রা বেড়েছে মাত্র শূন্য দশমিক এক শতাংশ, অর্থাৎ গতকাল দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, রোববার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ; বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হয়। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন দিন থেকে এই অঞ্চলে মাঝারি থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী দুই-তিন দিন এ অবস্থা থাকতে পারে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল দুপুর পর্যন্ত বন্ধ থাকছে।
নীলফামারী উত্তরা ইপিজেডের সিএনজি চালক রশিদুল ইসলাম আজকের পত্রিকার জানান, ‘কয়েক দিন থেকে শীত বেশি পড়ছে। গরম পোশাক পরলেও ঠান্ডায় শরীর কাঁপছে। শীতের তীব্রতায় গ্রামের হাটবাজারে ও শহরে লোকসমাগম কমে গেছে। সকালে দোকানপাট যেমন খুলছে না, আবার সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। এসব কারণে রাস্তাঘাটে মানুষের চলাচলও কম। যাত্রী তেমন একটা পাচ্ছি না। আরও দু-এক দিন এমন অবস্থা চললে আয় রোজগারের অভাবে সংসারে চালানো কষ্টকর হবে।’
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, শুক্রবার থেকে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। শনিবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শৈত্যপ্রবাহটি মাঝারি থেকে মৃদু হিসেবে বইতে থাকে, যা গতকাল রোববার পর্যন্ত অব্যাহত রয়েছে। তিনি জানান, জেলায় আগামী ২-৩ দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে