টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে দলটির একাংশ। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন নেতা সম্পর্কে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ফুসে ওঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ। ধারাবাহিক এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও ঝাড়ু মিছিল, কোথাও বিক্ষোভ মিছিলসহ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন নেতা-কর্মীরা। এ সময় সড়কের উভয় পাশে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
বিকেল ৪টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট চেরাগ আলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় একত্র হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আ.লীগের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
গত এক সপ্তাহের এ আন্দোলনে এ সড়কে চলাচলকারী যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। একাধিক যাত্রী বলেন, আওয়ামী লীগের এ বিক্ষোভে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধান করা জরুরি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার(অপরাধ দক্ষিণ) মো. ইলতুৎ মিশ বলেন, সড়কে পুলিশ ছিল। বিক্ষোভ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গাজীপুরের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে দলটির একাংশ। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন নেতা সম্পর্কে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ফুসে ওঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ। ধারাবাহিক এ আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোথাও ঝাড়ু মিছিল, কোথাও বিক্ষোভ মিছিলসহ সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন নেতা-কর্মীরা। এ সময় সড়কের উভয় পাশে দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
বিকেল ৪টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড, মিলগেট চেরাগ আলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় একত্র হতে থাকেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আ.লীগের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজগেট ও হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
গত এক সপ্তাহের এ আন্দোলনে এ সড়কে চলাচলকারী যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। একাধিক যাত্রী বলেন, আওয়ামী লীগের এ বিক্ষোভে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি সমাধান করা জরুরি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার(অপরাধ দক্ষিণ) মো. ইলতুৎ মিশ বলেন, সড়কে পুলিশ ছিল। বিক্ষোভ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গাজীপুরের নেতা-কর্মীরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে