জাহীদ রেজা নূর
১০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দেন। তিনি বিবৃতিতে বলেন, ‘বাংলা দেশের জনগণের ইচ্ছা-অনিচ্ছাই আজ শেষ কথা। বাংলা দেশের জনগণের নামে আমরা যে নির্দেশ দিয়েছি, সেক্রেটারিয়েটসহ সরকারি ও আধা সরকারি অফিস-আদালত, রেলওয়ে ও বন্দরসমূহে তা প্রতিপালিত হচ্ছে। যাঁরা মনে করেছিলেন, শক্তির দাপটে আমাদের ওপর তাঁদের মত চাপিয়ে দেবেন, বিশ্বের দরবারে তাঁদের চেহারা আজ নগ্ন হয়ে ধরা পড়েছে। বিশ্ব জনমতের কাছে কিংবা পশ্চিম পাকিস্তানের সব চিন্তাশীল মানুষের কাছে তারা বাংলার নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর শক্তির নগ্ন প্রয়োগের যুক্তিবত্তা প্রমাণে ব্যর্থ হয়েছেন।…সর্বত্র এক ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বিদেশি বিশেষজ্ঞদের ভীতসন্ত্রস্ত করে বাংলাদেশ ত্যাগে বাধ্য করছেন। সামরিক সজ্জা অব্যাহত রেখে বাংলার বুকে তাঁরা এক জরুরি অবস্থা কায়েম রাখার প্রয়াসী। ফলত বাংলার বুকে উন্নয়নমূলক যাবতীয় কাজকর্ম আজ বন্ধ।’
একই বিবৃতিতে তিনি বলেন, ‘জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উ থান্ট বাংলা দেশ থেকে জাতিসংঘ কর্মচারীদের অপসারণের অনুমতি দিয়েছেন। সামরিক বাহিনীর লোকেরা বাংলা দেশে বসবাসরত বিদেশিদের জীবন ও ধনসম্পত্তি কতখানি বিপন্ন করে তুলেছেন, জাতিসংঘের জেনারেল সেক্রেটারির কার্যক্রমে তা বিবৃত হয়েছে। সেক্রেটারি জেনারেলের বোঝা উচিত, কেবল জাতিসংঘ কর্মচারীদের অপসারণ করলেই এ ব্যাপারে তাঁর দায়িত্ব শেষ হয়ে যায় না। কেননা, যে হুমকি আজ উদ্যত হয়েছে, সে হুমকি গণহত্যার হুমকি। সে হুমকি বাংলার সাড়ে সাত কোটি মানুষের জন্য জাতিসংঘ সনদের সংরক্ষিত মৌলিক মানবাধিকার অস্বীকৃতিরই নামান্তর।’
‘মুক্তির লক্ষ্যে পৌঁছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাসের অধিকার অর্জনের জন্য বাংলা দেশের আপামর মানুষ সর্বস্ব পণ করে শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে সংকল্পবদ্ধ।’
লন্ডন টাইমস পত্রিকার প্রতিনিধি এদিন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে আসেন। বঙ্গবন্ধু তাঁকে বলেন, ‘এ পর্যন্ত বাঙালিরা বহু রক্ত দিয়েছে। এবার বাঙালিরা এই রক্ত দেওয়ার পালা শেষ করতে চায়।’ বর্তমান গণবিক্ষোভের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সাড়ে সাত কোটি বাঙালি আজ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি চায়। এ ব্যাপারে তারা কোনো আপস করতে রাজি নয়।’ এ দেশের মানুষের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বাংলা দেশ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে রেজাউল হক মোস্তাক প্রেরিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীন বাংলা দেশ ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন যুক্ত বিবৃতিতে জানান, “আমরা জানতে পারলাম, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভয় দেখিয়ে, সংগ্রাম পরিষদের নাম ভাঙিয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা হচ্ছে। কেউ এ রকম চেষ্টা করলে এ ব্যাপারে সঙ্গে সঙ্গে জহুরুল হক হলে (ইকবাল হল) খবর দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের আবেদন, কোনো বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ, আইবি, সিআইডি যেন পাকিস্তান উপনিবেশবাদী সরকারের সঙ্গে সহযোগিতা না করেন।”’
নবনির্বাচিত এমএনএ এবং পশ্চিম পাকিস্তান ন্যাপের (ওয়ালী গ্রুপ) সেক্রেটারি জেনারেল মীর গউস বখশ বেজেঞ্জো এক বিবৃতিতে বলেন, ‘আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের প্রস্তাবগুলো দেশের বর্তমান পরিস্থিতেতে বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁর প্রস্তাবগুলো শুধু পূর্ব পাকিস্তানই নয়; বরং সিন্ধু, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং পাঞ্জাবের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’
কাউন্সিল মুসলিম লীগের সভাপতি মিয়া মমতাজ দৌলতানা লাহোরে বলেন, প্রেসিডেন্টের অবিলম্বে পূর্ব পাকিস্তানে গিয়ে ভুল-বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করা উচিত।
নিউইয়র্কপ্রবাসী পূর্ব পাকিস্তানি ছাত্ররা জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের নেতা মি. আহমদ জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উ থান্টের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এদিন ওয়ালী ন্যাপের উদ্যোগে শোষণমুক্ত স্বাধীন বাংলার দাবিতে নিউমার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাদেশিক ন্যাপের সভাপতি মোজাফফর আহমদ, যুগ্ম সম্পাদক পীর হাবিবুর রহমান, বেগম মতিয়া চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। মোজাফফর আহমদ বলেন, বাংলার প্রত্যেক নর-নারী আজ স্বাধীনতাসংগ্রামে দৃঢ়প্রতিজ্ঞ। কালবিলম্ব না করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।
গ্রন্থনা: জাহীদ রেজা নূর
১০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দেন। তিনি বিবৃতিতে বলেন, ‘বাংলা দেশের জনগণের ইচ্ছা-অনিচ্ছাই আজ শেষ কথা। বাংলা দেশের জনগণের নামে আমরা যে নির্দেশ দিয়েছি, সেক্রেটারিয়েটসহ সরকারি ও আধা সরকারি অফিস-আদালত, রেলওয়ে ও বন্দরসমূহে তা প্রতিপালিত হচ্ছে। যাঁরা মনে করেছিলেন, শক্তির দাপটে আমাদের ওপর তাঁদের মত চাপিয়ে দেবেন, বিশ্বের দরবারে তাঁদের চেহারা আজ নগ্ন হয়ে ধরা পড়েছে। বিশ্ব জনমতের কাছে কিংবা পশ্চিম পাকিস্তানের সব চিন্তাশীল মানুষের কাছে তারা বাংলার নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর শক্তির নগ্ন প্রয়োগের যুক্তিবত্তা প্রমাণে ব্যর্থ হয়েছেন।…সর্বত্র এক ত্রাসের পরিবেশ সৃষ্টি করে বিদেশি বিশেষজ্ঞদের ভীতসন্ত্রস্ত করে বাংলাদেশ ত্যাগে বাধ্য করছেন। সামরিক সজ্জা অব্যাহত রেখে বাংলার বুকে তাঁরা এক জরুরি অবস্থা কায়েম রাখার প্রয়াসী। ফলত বাংলার বুকে উন্নয়নমূলক যাবতীয় কাজকর্ম আজ বন্ধ।’
একই বিবৃতিতে তিনি বলেন, ‘জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উ থান্ট বাংলা দেশ থেকে জাতিসংঘ কর্মচারীদের অপসারণের অনুমতি দিয়েছেন। সামরিক বাহিনীর লোকেরা বাংলা দেশে বসবাসরত বিদেশিদের জীবন ও ধনসম্পত্তি কতখানি বিপন্ন করে তুলেছেন, জাতিসংঘের জেনারেল সেক্রেটারির কার্যক্রমে তা বিবৃত হয়েছে। সেক্রেটারি জেনারেলের বোঝা উচিত, কেবল জাতিসংঘ কর্মচারীদের অপসারণ করলেই এ ব্যাপারে তাঁর দায়িত্ব শেষ হয়ে যায় না। কেননা, যে হুমকি আজ উদ্যত হয়েছে, সে হুমকি গণহত্যার হুমকি। সে হুমকি বাংলার সাড়ে সাত কোটি মানুষের জন্য জাতিসংঘ সনদের সংরক্ষিত মৌলিক মানবাধিকার অস্বীকৃতিরই নামান্তর।’
‘মুক্তির লক্ষ্যে পৌঁছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাসের অধিকার অর্জনের জন্য বাংলা দেশের আপামর মানুষ সর্বস্ব পণ করে শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে সংকল্পবদ্ধ।’
লন্ডন টাইমস পত্রিকার প্রতিনিধি এদিন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে আসেন। বঙ্গবন্ধু তাঁকে বলেন, ‘এ পর্যন্ত বাঙালিরা বহু রক্ত দিয়েছে। এবার বাঙালিরা এই রক্ত দেওয়ার পালা শেষ করতে চায়।’ বর্তমান গণবিক্ষোভের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সাড়ে সাত কোটি বাঙালি আজ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি চায়। এ ব্যাপারে তারা কোনো আপস করতে রাজি নয়।’ এ দেশের মানুষের প্রকৃত অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বাংলা দেশ ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে রেজাউল হক মোস্তাক প্রেরিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাধীন বাংলা দেশ ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন যুক্ত বিবৃতিতে জানান, “আমরা জানতে পারলাম, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভয় দেখিয়ে, সংগ্রাম পরিষদের নাম ভাঙিয়ে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা হচ্ছে। কেউ এ রকম চেষ্টা করলে এ ব্যাপারে সঙ্গে সঙ্গে জহুরুল হক হলে (ইকবাল হল) খবর দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের আবেদন, কোনো বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ, আইবি, সিআইডি যেন পাকিস্তান উপনিবেশবাদী সরকারের সঙ্গে সহযোগিতা না করেন।”’
নবনির্বাচিত এমএনএ এবং পশ্চিম পাকিস্তান ন্যাপের (ওয়ালী গ্রুপ) সেক্রেটারি জেনারেল মীর গউস বখশ বেজেঞ্জো এক বিবৃতিতে বলেন, ‘আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের প্রস্তাবগুলো দেশের বর্তমান পরিস্থিতেতে বিশেষ গুরুত্বপূর্ণ। তাঁর প্রস্তাবগুলো শুধু পূর্ব পাকিস্তানই নয়; বরং সিন্ধু, সীমান্ত প্রদেশ, বেলুচিস্তান এবং পাঞ্জাবের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।’
কাউন্সিল মুসলিম লীগের সভাপতি মিয়া মমতাজ দৌলতানা লাহোরে বলেন, প্রেসিডেন্টের অবিলম্বে পূর্ব পাকিস্তানে গিয়ে ভুল-বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করা উচিত।
নিউইয়র্কপ্রবাসী পূর্ব পাকিস্তানি ছাত্ররা জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের নেতা মি. আহমদ জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উ থান্টের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এদিন ওয়ালী ন্যাপের উদ্যোগে শোষণমুক্ত স্বাধীন বাংলার দাবিতে নিউমার্কেট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাদেশিক ন্যাপের সভাপতি মোজাফফর আহমদ, যুগ্ম সম্পাদক পীর হাবিবুর রহমান, বেগম মতিয়া চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। মোজাফফর আহমদ বলেন, বাংলার প্রত্যেক নর-নারী আজ স্বাধীনতাসংগ্রামে দৃঢ়প্রতিজ্ঞ। কালবিলম্ব না করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।
গ্রন্থনা: জাহীদ রেজা নূর
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে