হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন দুই সহোদর আবু বকর সিদ্দিক ও ইদ্রিস আলী।
জানা যায়, বড় ভাই তিনবার নির্বাচিত হয়ে ১৯ বছর ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৬ সালের ইউপি নির্বাচনে বড় ভাই আবু বকরকে পরাজিত করে ছোট ভাই ইদ্রিস আলী প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই সহোদর।
পারিবারিকভাবে চেষ্টা করেও কোনো ভাইকে নির্বাচন থেকে বসানো যায়নি জানিয়ে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘আমার দৃষ্টিতে এটি হরিরামপুর উপজেলার মধ্যে আলোচিত ঘটনা। তাঁদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী একক প্রার্থী দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন। কিন্তু যার যার মতো শক্ত অবস্থানে থাকায় তা আর সম্ভব হয়নি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি বলেন, ‘আমরা অনেকবার বলেছি সমঝোতা করে যে কোনো একজনকে নির্বাচন করার জন্য। তবে তাঁরা
তাঁদের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় কাউকে বসানো যায়নি। জনগণের যাকে ভালো লাগবে তাঁকে ভোট দেবেন।’ জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ জানিয়ে বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ধারাবাহিকভাবে নির্বাচনে আছি। আমি তিনবার জয়ী হই। আমি তাঁকে অনুরোধ করেছি, কিন্তু সে তা মানে না। আমার বিরুদ্ধে নির্বাচন করে। জনগণ আমাকে ভোট দেবে।’ ছোট ভাই ইউপির বর্তমান প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, ‘আমার বড় ভাই কখনো আমাকে সুযোগ দিতে চান না। সুযোগ না দেওয়ায় আমি বাধ্য হয়ে আমার মতো নির্বাচনে অংশগ্রহণ করি। আল্লাহ সহায় থাকে তো এবারও আমি নির্বাচিত হব।’ প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দুই সহোদর বাদে তৃতীয় প্রার্থী হিসেবে রয়েছেন মোফাজ্জেল হোসেন।
মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন দুই সহোদর আবু বকর সিদ্দিক ও ইদ্রিস আলী।
জানা যায়, বড় ভাই তিনবার নির্বাচিত হয়ে ১৯ বছর ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২০১৬ সালের ইউপি নির্বাচনে বড় ভাই আবু বকরকে পরাজিত করে ছোট ভাই ইদ্রিস আলী প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন দুই সহোদর।
পারিবারিকভাবে চেষ্টা করেও কোনো ভাইকে নির্বাচন থেকে বসানো যায়নি জানিয়ে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভাদিয়াখোলা ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, ‘আমার দৃষ্টিতে এটি হরিরামপুর উপজেলার মধ্যে আলোচিত ঘটনা। তাঁদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী একক প্রার্থী দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছেন। কিন্তু যার যার মতো শক্ত অবস্থানে থাকায় তা আর সম্ভব হয়নি।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শফি বলেন, ‘আমরা অনেকবার বলেছি সমঝোতা করে যে কোনো একজনকে নির্বাচন করার জন্য। তবে তাঁরা
তাঁদের নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় কাউকে বসানো যায়নি। জনগণের যাকে ভালো লাগবে তাঁকে ভোট দেবেন।’ জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ জানিয়ে বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি ধারাবাহিকভাবে নির্বাচনে আছি। আমি তিনবার জয়ী হই। আমি তাঁকে অনুরোধ করেছি, কিন্তু সে তা মানে না। আমার বিরুদ্ধে নির্বাচন করে। জনগণ আমাকে ভোট দেবে।’ ছোট ভাই ইউপির বর্তমান প্যানেল চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, ‘আমার বড় ভাই কখনো আমাকে সুযোগ দিতে চান না। সুযোগ না দেওয়ায় আমি বাধ্য হয়ে আমার মতো নির্বাচনে অংশগ্রহণ করি। আল্লাহ সহায় থাকে তো এবারও আমি নির্বাচিত হব।’ প্রসঙ্গত, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দুই সহোদর বাদে তৃতীয় প্রার্থী হিসেবে রয়েছেন মোফাজ্জেল হোসেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে