কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শুক্রবার র্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাইভেট কারে করে মাদক পরিবহনের সময় ৫৩ কেজি গাঁজসহ মো. বাবুল মুন্সি (৬৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মধ্যম কান্দি গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
অপর অভিযানে আমতলী এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৭ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন দেবিদ্বার থানার বেতুয়া গ্রামের মো. শাহিন মিয়া (৩০) ও চান্দিনা থানার দুতলা গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র সরকার (৪০)।
অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। অন্য আরেকটি অভিযানে সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ি এলাকা থেকে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৩২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মুরাদনগর থানার নহল গ্রামের মো. হুমায়ুন কবির (৪৬) এবং সদর উপজেলার শুভপুরা গ্রামের মো. নুরুল ইসলাম (৫৬)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এদিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বামইল ও শিবের বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ ও আটটি বিয়ারসহ জহির মিয়া (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
অপর অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ আল আমীন মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা থেকে গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শুক্রবার র্যাব-১১, সিপিসি-২-এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাইভেট কারে করে মাদক পরিবহনের সময় ৫৩ কেজি গাঁজসহ মো. বাবুল মুন্সি (৬৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মধ্যম কান্দি গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
অপর অভিযানে আমতলী এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৭ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন দেবিদ্বার থানার বেতুয়া গ্রামের মো. শাহিন মিয়া (৩০) ও চান্দিনা থানার দুতলা গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র সরকার (৪০)।
অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। অন্য আরেকটি অভিযানে সদর দক্ষিণ উপজেলার কোর্টবাড়ি এলাকা থেকে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৩২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মুরাদনগর থানার নহল গ্রামের মো. হুমায়ুন কবির (৪৬) এবং সদর উপজেলার শুভপুরা গ্রামের মো. নুরুল ইসলাম (৫৬)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এদিকে সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বামইল ও শিবের বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় সিরাপ ও আটটি বিয়ারসহ জহির মিয়া (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
অপর অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ আল আমীন মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে