ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি বাস থেকে প্রায় ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে যাত্রীবাহী দুটি বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়েছে।
জানা গেছে, কুয়াকাটা থেকে বেনাপোলগামী দুটি বাসের বাংকার থেকে ১২টি বক্সে প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা পরিবহন করায় দুটি বাসের ৬ কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস কুয়াকাটা এক্সপ্রেসের চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। এ ছাড়া একই রুটের ‘সেভেন স্টার’ পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী তাদের এ দণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, গত নভেম্বর থেকে সামনের জুন ৮ মাস জাটকা আরোহণ, পরিবহন, মজুত এবং বেচা-বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দ করা জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস্য আড়ত থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, ‘আমরা আজ তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’
ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি বাস থেকে প্রায় ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে যাত্রীবাহী দুটি বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়েছে।
জানা গেছে, কুয়াকাটা থেকে বেনাপোলগামী দুটি বাসের বাংকার থেকে ১২টি বক্সে প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা পরিবহন করায় দুটি বাসের ৬ কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস কুয়াকাটা এক্সপ্রেসের চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। এ ছাড়া একই রুটের ‘সেভেন স্টার’ পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী তাদের এ দণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, গত নভেম্বর থেকে সামনের জুন ৮ মাস জাটকা আরোহণ, পরিবহন, মজুত এবং বেচা-বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দ করা জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস্য আড়ত থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, ‘আমরা আজ তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে