ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’তে আস্থা বেড়েছে রোগীদের। কম খরচে উন্নত চিকিৎসা পাওয়ায় রোগীরা ভিড় করছেন ভাসমান এই হাসপাতালে। ফলে গত ৯ মাসে প্রায় ১৭ হাজারেরও বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন ‘জীবন তরী’ হাসপাতাল থেকে।
জানা গেছে, জেলা শহরের ডিসি পার্ক এলাকার সুগন্ধা নদীর তীরে পরিচালিত হচ্ছে ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’। হাসপাতালটি পরিচালিত হচ্ছে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সংস্থার সাহায্যে। হাসপাতালে কম খরচে চিকিৎসাসেবা পাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ভিড় করছেন এখানে। প্রত্যাশিত সেবা পাওয়ায় খুশি তাঁরা। নাক-কান-গলা, জন্মগত মুগুর পা, বাঁকা পা, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা ও অপারেশন, অর্থোপেডিক সমস্যাজনিত শারীরিক ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিকলাঙ্গ ও পঙ্গু রোগীর সহায়ক সামগ্রী দেওয়া হচ্ছে নদীতে ভাসমান এই হাসপাতাল থেকে। আরও ছয় মাস এখানে হাসপাতালটি চিকিৎসাসেবা দেবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
পালট গ্রামের বাহার আলীর স্ত্রী মনোয়ারা বেগম চোখের ছানি অপারেশন করিয়েছেন। তিনি জানান, এখানে ৩ হাজার টাকায় নিলেও ভালো মানের লেন্স পাওয়া যায়। চিকিৎসাসেবাও উন্নতমানের।
আলমগীর হোসেন বলেন, ‘বিভাগীয় শহর ছাড়া নির্ভরযোগ্য চিকিৎসক পাওয়া যায় না। আবার সব সময় বিভাগীয় শহরে ডাক্তার পাওয়াও কঠিন। যাতায়াত ব্যবস্থাও দুরূহ, খরচ বেশি। কিন্তু এখানে কম খরচে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যায়। তাই এখানে চিকিৎসা নিতে এসেছি।’
জীবন তরীর টিমের সঙ্গে শিশুদের জন্মগত মুগর পায়ের চিকিৎসা দেওয়ার জন্য যুক্ত হয়েছেন পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশের ৬ জন বিশেজ্ঞ সার্জন। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডা. সরোয়ার ইবনে সালাম।
জানা গেছে, ৫০ টাকার টিকিটে মিলবে চিকিৎসাসেবা। তবে অপারেশনের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য আলাদা খরচ রোগীকে বহন করতে হবে। অপারেশনের পর রোগীরা ভাসমান হাসপাতালে থাকেন। তাঁদের খাবারের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করে। যে রোগীদের ছানি অপারেশনের পরে লেন্স বসানো প্রয়োজন হয়, তাঁদের ক্ষেত্রে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে ২২ হাজার টাকার প্যাকেজ রয়েছে। তবে অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
জীবন তরী ভাসমান হাসপাতালের প্রশাসক মো. আলাউদ্দিন বলেন, ‘চিকিৎসক, নার্স ও কর্মকর্তা মিলিয়ে জীবন তরী জাহাজটিতে সার্বক্ষণিক ৩৫ জন থাকেন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে সার্জারিসহ নাক-কান-গলার চিকিৎসা দিচ্ছেন। ১০ শয্যার হাসপাতালটিতে চারজন চিকিৎসক নিয়মিত চিকিৎসাসেবা দেন।’
ঝালকাঠিতে ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’তে আস্থা বেড়েছে রোগীদের। কম খরচে উন্নত চিকিৎসা পাওয়ায় রোগীরা ভিড় করছেন ভাসমান এই হাসপাতালে। ফলে গত ৯ মাসে প্রায় ১৭ হাজারেরও বেশি মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন ‘জীবন তরী’ হাসপাতাল থেকে।
জানা গেছে, জেলা শহরের ডিসি পার্ক এলাকার সুগন্ধা নদীর তীরে পরিচালিত হচ্ছে ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’। হাসপাতালটি পরিচালিত হচ্ছে ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সংস্থার সাহায্যে। হাসপাতালে কম খরচে চিকিৎসাসেবা পাওয়ায় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ভিড় করছেন এখানে। প্রত্যাশিত সেবা পাওয়ায় খুশি তাঁরা। নাক-কান-গলা, জন্মগত মুগুর পা, বাঁকা পা, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা ও অপারেশন, অর্থোপেডিক সমস্যাজনিত শারীরিক ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিকলাঙ্গ ও পঙ্গু রোগীর সহায়ক সামগ্রী দেওয়া হচ্ছে নদীতে ভাসমান এই হাসপাতাল থেকে। আরও ছয় মাস এখানে হাসপাতালটি চিকিৎসাসেবা দেবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
পালট গ্রামের বাহার আলীর স্ত্রী মনোয়ারা বেগম চোখের ছানি অপারেশন করিয়েছেন। তিনি জানান, এখানে ৩ হাজার টাকায় নিলেও ভালো মানের লেন্স পাওয়া যায়। চিকিৎসাসেবাও উন্নতমানের।
আলমগীর হোসেন বলেন, ‘বিভাগীয় শহর ছাড়া নির্ভরযোগ্য চিকিৎসক পাওয়া যায় না। আবার সব সময় বিভাগীয় শহরে ডাক্তার পাওয়াও কঠিন। যাতায়াত ব্যবস্থাও দুরূহ, খরচ বেশি। কিন্তু এখানে কম খরচে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যায়। তাই এখানে চিকিৎসা নিতে এসেছি।’
জীবন তরীর টিমের সঙ্গে শিশুদের জন্মগত মুগর পায়ের চিকিৎসা দেওয়ার জন্য যুক্ত হয়েছেন পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশের ৬ জন বিশেজ্ঞ সার্জন। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডা. সরোয়ার ইবনে সালাম।
জানা গেছে, ৫০ টাকার টিকিটে মিলবে চিকিৎসাসেবা। তবে অপারেশনের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য আলাদা খরচ রোগীকে বহন করতে হবে। অপারেশনের পর রোগীরা ভাসমান হাসপাতালে থাকেন। তাঁদের খাবারের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করে। যে রোগীদের ছানি অপারেশনের পরে লেন্স বসানো প্রয়োজন হয়, তাঁদের ক্ষেত্রে সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে ২২ হাজার টাকার প্যাকেজ রয়েছে। তবে অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
জীবন তরী ভাসমান হাসপাতালের প্রশাসক মো. আলাউদ্দিন বলেন, ‘চিকিৎসক, নার্স ও কর্মকর্তা মিলিয়ে জীবন তরী জাহাজটিতে সার্বক্ষণিক ৩৫ জন থাকেন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকেরা এসে সার্জারিসহ নাক-কান-গলার চিকিৎসা দিচ্ছেন। ১০ শয্যার হাসপাতালটিতে চারজন চিকিৎসক নিয়মিত চিকিৎসাসেবা দেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে