নওগাঁ প্রতিনিধি
ধান-চালের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকারের নির্দেশ পাওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসনের কর্মকর্তারা। মজুত ও দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান করছেন তাঁরা। অপরাধ পেলেই করা হচ্ছে জরিমানা। এর ধারাবাহিকতায় তিন দিনে অভিযান চালিয়ে নওগাঁয় ৪২টি মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে শুরু হয় এই অভিযান। গত বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এসব অভিযান চালান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে জেলার ১১টি উপজেলার ধানের বেচাকেনার হাট ও ধান- চালের আড়তসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ধান ও চাল মজুত, লাইসেন্স না থাকা এবং চালের বাজারগুলোতে মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়। এর মধ্যে জেলার সাপাহারে চারটি মামলায় ২৪ হাজার, সদরে দুটি মামলায় ২০ হাজার, মহাদেবপুরে দুটি মামলায় ৯০ হাজার, পত্নীতলায় ১২টি মামলায় ১ লাখ ৩৪ হাজার এবং আত্রাই উপজেলায় চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে অভিযান চালিয়ে ১৮টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা করেছেন, দ্রুতই সব ধরনের চালের দাম কমতে শুরু করবে। চালের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে নিয়মিত অভিযান চললেও এখন পর্যন্ত নওগাঁর খুচরা চাল বাজারগুলোতে কমেনি চালের দাম।
এ ব্যাপারে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, এখন পর্যন্ত প্রশাসনের অভিযানে বাজারে কোনো প্রভাব পড়েনি। মোকামে যে দামে পাইকারিতে চাল কিনতে হয়, সেখানে এখনো বেশি দামেই কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তবে সারা দেশে যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে মনে হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিছুটা হলেও চালের দাম কমতে পারে।
ধান-চালের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে স্থানীয় প্রশাসন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সরকারের নির্দেশ পাওয়ার পর নড়েচড়ে বসেছেন প্রশাসনের কর্মকর্তারা। মজুত ও দর পরিস্থিতি যাচাইয়ে এই অভিযান করছেন তাঁরা। অপরাধ পেলেই করা হচ্ছে জরিমানা। এর ধারাবাহিকতায় তিন দিনে অভিযান চালিয়ে নওগাঁয় ৪২টি মামলায় ৩ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে শুরু হয় এই অভিযান। গত বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য বিভাগের কর্মকর্তারা এসব অভিযান চালান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে জেলার ১১টি উপজেলার ধানের বেচাকেনার হাট ও ধান- চালের আড়তসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ধান ও চাল মজুত, লাইসেন্স না থাকা এবং চালের বাজারগুলোতে মূল্য তালিকা না ঝোলানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়। এর মধ্যে জেলার সাপাহারে চারটি মামলায় ২৪ হাজার, সদরে দুটি মামলায় ২০ হাজার, মহাদেবপুরে দুটি মামলায় ৯০ হাজার, পত্নীতলায় ১২টি মামলায় ১ লাখ ৩৪ হাজার এবং আত্রাই উপজেলায় চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে অভিযান চালিয়ে ১৮টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আশা করেছেন, দ্রুতই সব ধরনের চালের দাম কমতে শুরু করবে। চালের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে নিয়মিত অভিযান চললেও এখন পর্যন্ত নওগাঁর খুচরা চাল বাজারগুলোতে কমেনি চালের দাম।
এ ব্যাপারে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, এখন পর্যন্ত প্রশাসনের অভিযানে বাজারে কোনো প্রভাব পড়েনি। মোকামে যে দামে পাইকারিতে চাল কিনতে হয়, সেখানে এখনো বেশি দামেই কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তবে সারা দেশে যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে মনে হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিছুটা হলেও চালের দাম কমতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে