আজকের পত্রিকা ডেস্ক
দুই বছর পর আবার চেনা রূপে ফিরেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এখন থেকে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক—সব পর্যায়ে পুরোদমে চলবে পাঠদান কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁর মান্দায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। রাস্তাঘাটে তাদের ভিড় ছিল লক্ষণীয়। শিক্ষার্থীসহ অনেক অভিভাবককেও দেখা গেছে তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে। দুই বছর পর সহপাঠীদের কাছে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও হাসির ঝিলিক।
শিক্ষাসংশ্লিষ্টরা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত
বছরের ১২ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে খুলতে থাকে শিক্ষাঙ্গনের দুয়ার। সশরীর ক্লাস শুরু হয় মাধ্যমিক পর্যায়ে।
এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়। সবার পরে সশরীর ক্লাস শুরু হয়েছে প্রাথমিকে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ করে দেওয়া হয় গত ২১ জানুয়ারি। এ দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এক মাস।
গতকাল মঙ্গলবার উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকশ্যামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, বুড়িদহ উচ্চবিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরাধ্য সাহা ও মো. রাব্বি জানায়, ‘বিদ্যালয় আবার খুলে দেওয়া হবে এমন খবরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি। সবাই মিলে একসঙ্গে ক্লাস করতে পারব। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা হবে, হইচই করব। অনেক মজা হবে।’
প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। ক্লাসে আগের মতো আবারও পাঠদান দিতে পারব ভেবে ভালো লাগছে।
এদিকে গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি কিছুটা উপেক্ষিত হয়েছে। জেলার বেশ কিছু বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। তবে স্কুলে প্রবেশের আগে হাত ধোয়া বাধ্যতামূলক করেছেন শিক্ষকেরা।
শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, দুই বছর আগে যেভাবে ক্লাস নেওয়া হতো, সেভাবে নেওয়া হচ্ছে। প্রথম দিন ক্লাসে ৮০ শতাংশের মতো শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জেলায় প্রায় ৭৫ শতাংশর বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। এ জেলায় মোট ৭০৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর করোনা সংক্রমণ রোধে প্রতিটি স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে নাটোরের লালপুরে প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আয়েশা সিদ্দিকা বলেন, সব শ্রেণির ক্লাস শুরু হওয়ায় বিদ্যালয়ে প্রাণ ফিরেছে। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ে সব ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা উল্লসিত হয়েছে।
লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্লাস করতে ভালো লাগত না। এখন নিয়মিত ক্লাস শুরু হওয়ায় পড়াশোনায় মনোযোগী হওয়া যাবে।
লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, আনন্দমুখর পরিবেশে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পরিপূর্ণ ক্লাস শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করানো হচ্ছে।
দুই বছর পর আবার চেনা রূপে ফিরেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এখন থেকে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক—সব পর্যায়ে পুরোদমে চলবে পাঠদান কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁর মান্দায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। রাস্তাঘাটে তাদের ভিড় ছিল লক্ষণীয়। শিক্ষার্থীসহ অনেক অভিভাবককেও দেখা গেছে তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে। দুই বছর পর সহপাঠীদের কাছে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস ও হাসির ঝিলিক।
শিক্ষাসংশ্লিষ্টরা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। প্রথম দফায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত
বছরের ১২ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে খুলতে থাকে শিক্ষাঙ্গনের দুয়ার। সশরীর ক্লাস শুরু হয় মাধ্যমিক পর্যায়ে।
এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়। সবার পরে সশরীর ক্লাস শুরু হয়েছে প্রাথমিকে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস বন্ধ করে দেওয়া হয় গত ২১ জানুয়ারি। এ দফায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এক মাস।
গতকাল মঙ্গলবার উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকশ্যামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, বুড়িদহ উচ্চবিদ্যালয়, কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরাধ্য সাহা ও মো. রাব্বি জানায়, ‘বিদ্যালয় আবার খুলে দেওয়া হবে এমন খবরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি। সবাই মিলে একসঙ্গে ক্লাস করতে পারব। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা হবে, হইচই করব। অনেক মজা হবে।’
প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। ক্লাসে আগের মতো আবারও পাঠদান দিতে পারব ভেবে ভালো লাগছে।
এদিকে গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি কিছুটা উপেক্ষিত হয়েছে। জেলার বেশ কিছু বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। তবে স্কুলে প্রবেশের আগে হাত ধোয়া বাধ্যতামূলক করেছেন শিক্ষকেরা।
শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম বলেন, দুই বছর আগে যেভাবে ক্লাস নেওয়া হতো, সেভাবে নেওয়া হচ্ছে। প্রথম দিন ক্লাসে ৮০ শতাংশের মতো শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জেলায় প্রায় ৭৫ শতাংশর বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। এ জেলায় মোট ৭০৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর করোনা সংক্রমণ রোধে প্রতিটি স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে নাটোরের লালপুরে প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আয়েশা সিদ্দিকা বলেন, সব শ্রেণির ক্লাস শুরু হওয়ায় বিদ্যালয়ে প্রাণ ফিরেছে। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ে সব ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা উল্লসিত হয়েছে।
লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ ইমাম বলে, সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্লাস করতে ভালো লাগত না। এখন নিয়মিত ক্লাস শুরু হওয়ায় পড়াশোনায় মনোযোগী হওয়া যাবে।
লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, আনন্দমুখর পরিবেশে উপজেলার ১১২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পরিপূর্ণ ক্লাস শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করানো হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে