বরগুনা প্রতিনিধি
বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বেশির ভাগ ফুটপাত ও বিভিন্ন সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করে আছে স্থানীয় প্রভাবশালীরা। শহরের ভিআইপি এলাকা ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই সড়কে বেশ কিছু জায়গায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। এ ছাড়া পৌর নাথপট্টি লেকের সামনের ও পেছনের দুপাশে দখল করে আছে এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বালিকা বিদ্যালয় সড়ক, সরকারি কলেজসংলগ্ন সড়ক, বটতলা, কাঠপট্টি, পুলিশ লাইন, থানাপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ বাজার রোডের দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার ভবনসংলগ্ন রোডে নির্মাণসামগ্রী রেখে প্রভাবশালীরা দিনের পর দিন সড়ক দখল করে আসছে। পৌর কর্তৃপক্ষের চোখের সামনে থাকলেও না দেখে দায়িত্ব অবহেলা করছেন বলে স্থানীয় ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বরগুনা পৌরশহরের কাঠপট্টি এলাকায় জনবহুল সদর সড়কর একাংশে নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইজিবাইক চালক খোকন মিয়া বলেন, সড়কের এক-তৃতীয়াংশ দখল করে দিনভর কাজ করছেন বাড়ির মালিকেরা। আমাদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হয়। এতে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। এটি নিয়ন্ত্রণ করতে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।।
এ বিষয়ে বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম বলেন, বিষয়টি আমার নজরে আছে আপনারা মেয়র সাহেবকে বলেন সে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দখল করছে সবাই আমার ভোটার।
বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাঁদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তারা কর্তৃপক্ষের আদেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়কে নির্মাণাধীন ভবনের সরঞ্জাম রাখায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এতে গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল শুক্রবার বরগুনা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের বেশির ভাগ ফুটপাত ও বিভিন্ন সড়কের পাশে নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে সড়ক দখল করে আছে স্থানীয় প্রভাবশালীরা। শহরের ভিআইপি এলাকা ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই সড়কে বেশ কিছু জায়গায় এমন চিত্র লক্ষ্য করা গেছে। এ ছাড়া পৌর নাথপট্টি লেকের সামনের ও পেছনের দুপাশে দখল করে আছে এতে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে চলাচলের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বালিকা বিদ্যালয় সড়ক, সরকারি কলেজসংলগ্ন সড়ক, বটতলা, কাঠপট্টি, পুলিশ লাইন, থানাপাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ বাজার রোডের দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার ভবনসংলগ্ন রোডে নির্মাণসামগ্রী রেখে প্রভাবশালীরা দিনের পর দিন সড়ক দখল করে আসছে। পৌর কর্তৃপক্ষের চোখের সামনে থাকলেও না দেখে দায়িত্ব অবহেলা করছেন বলে স্থানীয় ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বরগুনা পৌরশহরের কাঠপট্টি এলাকায় জনবহুল সদর সড়কর একাংশে নির্মাণ সামগ্রী রেখে দখল করে রাখার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ইজিবাইক চালক খোকন মিয়া বলেন, সড়কের এক-তৃতীয়াংশ দখল করে দিনভর কাজ করছেন বাড়ির মালিকেরা। আমাদের চলাচলে খুব ভোগান্তি পোহাতে হয়। এতে দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। এটি নিয়ন্ত্রণ করতে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।।
এ বিষয়ে বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম বলেন, বিষয়টি আমার নজরে আছে আপনারা মেয়র সাহেবকে বলেন সে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দখল করছে সবাই আমার ভোটার।
বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, যারা সড়ক দখল করে রেখেছেন তাঁদেরকে চিহ্নিত করে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি তারা কর্তৃপক্ষের আদেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে