সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সংস্কার চলায় এ যানজট বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে এই যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপগতিতে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে।
সরেজমিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায় বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে যাত্রীরা অসহনীয় কষ্ট করছেন।
যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌরসদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌরসদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজারে গিয়ে যানজটের কবলে পড়ে। সেখান থেকে ধীরগতিতে যেতে যেতে প্রায় ২ ঘণ্টার অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটে পড়েন। দীর্ঘ ৩ ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছিলেন তিনি।
বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চলায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন ২ ঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এ যানজট, তা বুঝতে পারেননি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর আবার ফিরে এসেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কার চলছে। গতকাল একই স্থানে সংস্কারের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবুও তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি, অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কারকাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীসাধারণকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সংস্কার চলায় এ যানজট বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে এই যানজটের কবলে পড়ে ঠায় দাঁড়িয়ে থাকে দূরপাল্লার শত শত যানবাহন। পাশাপাশি যানজটে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের হাজারো যাত্রীকে।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই যানজট বিকেল ৪টার পরও স্বাভাবিক হয়নি। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপগতিতে একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে।
সরেজমিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায় বাড়বকুণ্ড থেকে জোরামতল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ায় প্রচণ্ড গরমের মধ্যে যাত্রীরা অসহনীয় কষ্ট করছেন।
যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌরসদর এলাকার বাসিন্দা অশোক দাস জানান, তিনি দুপুরে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌরসদর বাসস্টেশন থেকে গাড়িতে ওঠেন। বাসটি বাড়বকুণ্ড বাজারে গিয়ে যানজটের কবলে পড়ে। সেখান থেকে ধীরগতিতে যেতে যেতে প্রায় ২ ঘণ্টার অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটে পড়েন। দীর্ঘ ৩ ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছিলেন তিনি।
বাড়বকুণ্ডের ভায়েরখীল এলাকার বাসিন্দা খোরশেদ আলম জানান, তিনি দুপুরের পর ব্যক্তিগত কাজে শহরে যেতে শুকলাল হাট বাজার থেকে গাড়িতে ওঠেন। কিন্তু যানজটের কারণে মন্থর গতিতে গাড়ি চলায় ৫ মিনিটের পথ বাঁশবাড়িয়া বাজার পর্যন্ত এসেছেন ২ ঘণ্টারও বেশি সময়ে। কী কারণে এ যানজট, তা বুঝতে পারেননি। তবে বাঁশবাড়িয়া এলাকায় দীর্ঘক্ষণ যানজটে থাকার পর আবার ফিরে এসেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার দিকে কিছু সংস্কার চলছে। গতকাল একই স্থানে সংস্কারের কারণে ২৫ কিলোমিটারেরও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সংস্কারকাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবুও তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি, অল্প সময়ে যানজট নিয়ন্ত্রণে আসবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক ও জনপদ বিভাগ পূর্বঘোষণা ছাড়াই সড়কের একপাশ বন্ধ করে সংস্কারকাজ করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে যাত্রীসাধারণকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে