নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-বরিশাল রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষামূলক যাত্রায় এমভি তাজউদ্দীন বেশ কিছু কারিগরি সমস্যার মুখোমুখি হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধান ছাড়া এই রুটে জাহাজ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার।
উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম-বরিশাল রুটে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য গত ২ ডিসেম্বর এমভি তাজউদ্দিন ওই রুটে পরীক্ষামূলক ট্রায়াল দেয়। এতে বেশ কিছু সমস্যা পেয়েছি। এসব সমস্যার সমাধান করা ছাড়া ওই রুটে জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে না।’ তিনি জানান, যেসব সমস্যা পেয়েছেন সেগুলো প্রধান কার্যালয়ে জানাবেন। আগামী সপ্তাহে একটি প্রতিবেদন আকারে এগুলো ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন। এরপর তাঁরা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
নাব্যতা সংকট, ডুবো চর ও যাত্রী সংকটের কারণে দশ বছর আগে বন্ধ হয়ে যাওয়ার পর চট্টগ্রাম-বরিশাল নৌপথে আবার জাহাজ চলাচল শুরু করার উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমভি তাজউদ্দিন বরিশালের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার ভোর ৫টায় বরিশাল পৌঁছায়। ওই সন্ধ্যায় আবার জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০১১ সালের ২৩ জুন বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে বিআইডব্লিউটিসির সর্বশেষ লঞ্চটি ছেড়ে যায়। গত ১০ বছর এই রুটে আর কোনো জাহাজ চলেনি।
কবে নাগাদ এই রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে জানতে চাইলে গোপাল চন্দ্র মজুমদার জানান, পরীক্ষামূলক যাত্রায় পাওয়া সমস্যাগুলো আগে সমাধান করতে হবে। এরপরই এই নৌপথে জাহাজ চলাচল করতে পারবে।
কী কী সমস্যা পেয়েছেন জানতে চাইলে বলেন, ‘দুই জায়গায় নাব্যতা সংকট আছে। এর মধ্যে একটি হলো সেলিম বাজার টেক। অন্যটি বামনির চর। এ জায়গাগুলোতে পানির গভীরতা ছিল ২ দশমিক ৭ মিটার। ড্রেজিং না করলে জাহাজ চলাচল করতে পারবে না। পরীক্ষামূলক যাত্রার সময় ওই দুই পয়েন্টে গিয়ে জোয়ারের অপেক্ষা করেছিলাম। জোয়ার আসার পর পার হতে পেরেছি। আরও কিছু কারিগরি সমস্যা ধরা পড়েছে। সেগুলো এখনো নির্ধারণ করিনি।’
চট্টগ্রাম-বরিশাল রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষামূলক যাত্রায় এমভি তাজউদ্দীন বেশ কিছু কারিগরি সমস্যার মুখোমুখি হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধান ছাড়া এই রুটে জাহাজ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চট্টগ্রাম কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার।
উপমহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম-বরিশাল রুটে জাহাজ চলাচল পুনরায় চালুর জন্য গত ২ ডিসেম্বর এমভি তাজউদ্দিন ওই রুটে পরীক্ষামূলক ট্রায়াল দেয়। এতে বেশ কিছু সমস্যা পেয়েছি। এসব সমস্যার সমাধান করা ছাড়া ওই রুটে জাহাজ চলাচল চালু করা সম্ভব হবে না।’ তিনি জানান, যেসব সমস্যা পেয়েছেন সেগুলো প্রধান কার্যালয়ে জানাবেন। আগামী সপ্তাহে একটি প্রতিবেদন আকারে এগুলো ঢাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন। এরপর তাঁরা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
নাব্যতা সংকট, ডুবো চর ও যাত্রী সংকটের কারণে দশ বছর আগে বন্ধ হয়ে যাওয়ার পর চট্টগ্রাম-বরিশাল নৌপথে আবার জাহাজ চলাচল শুরু করার উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমভি তাজউদ্দিন বরিশালের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। শুক্রবার ভোর ৫টায় বরিশাল পৌঁছায়। ওই সন্ধ্যায় আবার জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০১১ সালের ২৩ জুন বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে বিআইডব্লিউটিসির সর্বশেষ লঞ্চটি ছেড়ে যায়। গত ১০ বছর এই রুটে আর কোনো জাহাজ চলেনি।
কবে নাগাদ এই রুটে নিয়মিত জাহাজ চলাচল শুরু হবে জানতে চাইলে গোপাল চন্দ্র মজুমদার জানান, পরীক্ষামূলক যাত্রায় পাওয়া সমস্যাগুলো আগে সমাধান করতে হবে। এরপরই এই নৌপথে জাহাজ চলাচল করতে পারবে।
কী কী সমস্যা পেয়েছেন জানতে চাইলে বলেন, ‘দুই জায়গায় নাব্যতা সংকট আছে। এর মধ্যে একটি হলো সেলিম বাজার টেক। অন্যটি বামনির চর। এ জায়গাগুলোতে পানির গভীরতা ছিল ২ দশমিক ৭ মিটার। ড্রেজিং না করলে জাহাজ চলাচল করতে পারবে না। পরীক্ষামূলক যাত্রার সময় ওই দুই পয়েন্টে গিয়ে জোয়ারের অপেক্ষা করেছিলাম। জোয়ার আসার পর পার হতে পেরেছি। আরও কিছু কারিগরি সমস্যা ধরা পড়েছে। সেগুলো এখনো নির্ধারণ করিনি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে