ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে বরিশালের ছয় আসনের বর্তমান এমপিরা

খান রফিক, বরিশাল
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৯: ৫৬

ভোটের আনুষ্ঠানিকতা শুরু না হলেও বরিশালের তৃণমূলে নির্বাচনী হাওয়া এখন তুঙ্গে। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। ভেতরে-ভেতরে ঘর গোছাচ্ছে বিএনপি, জাতীয় পার্টি (জাপা) এবং অন্য ছোট দলগুলো। দলের ভেতরে-বাইরে একাধিক সম্ভাব্য প্রার্থীর চাপে এবার কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন জেলার ছয় আসনের বর্তমান সংসদ সদস্যরা (এমপি)। এমন পরিস্থিতিতে তাঁরা নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। 

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বর্তমান এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। জেলা আওয়ামী লীগের এই সভাপতির বিপরীতে দলীয় প্রার্থী তেমন একটা নেই। যদিও কয়েক মাস ধরে তিনি এলাকায় সভা-সমাবেশের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছেন। এবারের নির্বাচনী লড়াইয়ে ভেতরে-ভেতরে সক্রিয় বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। দলটির আরেক সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। কুদ্দুসুরের দাবি, গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির ঘাঁটি। ভোটে গেলে এখানে এমপি হাসানাত ছিটকে পড়বেন। 

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি শাহে আলম এবার বেশ ঝুঁকিতে পড়েছেন নিজ দলের মধ্যেই। সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবার প্রকাশ্যে মাঠে নেমেছেন। আরও আছেন সাবেক এমপি মনিরুল ইসলাম মনি। এই দলের বাইরে ব্যবসায়ী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরফুদ্দিন সান্টুও জনপ্রিয়তায় কোনো অংশে কম নন। এত প্রতিদ্বন্দ্বী মোকাবিলা করতে এখন বানারীপাড়া-উজিরপুরে এমপি শাহে আলমের ব্যস্ত সময় কাটছে। নানা উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছেন। তিনি বলেছেন, বড় দলে একটি আসনে অনেক মনোনয়নপ্রত্যাশী থাকতেই পারেন। দল চাইলে তিনি আবারও প্রার্থী হবেন। 

আওয়ামী লীগের এমপি নেই বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে। এখনকার এমপি জাপার সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু। এই লঞ্চ ব্যবসায়ীকে এবার জোট-মহাজোট মিলে ধরাশায়ী করতে চায়।

আসনটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক এমপি শেখ টিপু সুলতানও প্রার্থী হতে আগ্রহী। শেখ টিপু সুলতান বলেন, এ আসনে আওয়ামী লীগ কোনো দিনও এমপি পাবে না। কারণ, তাঁদের ওপর জনগণ ক্ষুব্ধ। 

দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে এমপি পংকজ নাথের প্রতিদ্বন্দ্বী হতে পারেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ, স্থানীয় নেতা শাহে আলম মুরাদ ও মহানগরের সহসভাপতি আফজালুল করিম। এর বাইরে বিএনপির সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানও শক্ত অবস্থানে আছেন। দলের সাধারণ সদস্য পদ হারানো এমপি পংকজ ভোটের আগে হিজলা, মেহেন্দীগঞ্জে বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে আওয়ামী লীগেরই একটি পক্ষ তাঁকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করেছে। 
আফজালুল করিম বলেন, পংকজ নাথ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন নির্বাচনে দলের প্রার্থীদের অসহযোগিতা করায় তাঁকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এমপি পংকজ নাথকে গত সোমবার মোবাইল ফোনে কল দেওয়া হয়। তবে তিনি রিসিভ করেননি। 

বরিশাল-৫ (সদর) আসনে ঘরে-বাইরে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে এবার মাঠে নেমেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আরও আছেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। বিএনপির চারবারের এমপি মজিবর রহমান, জাপার ইকবাল হোসেন তাপস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করীমও নির্বাচনে সম্ভাব্য প্রার্থী। 

এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন বর্তমানে জাপার হাতে। এমপি নাসরিন জাহান রত্নাকে পরিবর্তন করতে এককাট্টা হয়েছেন আওয়ামী লীগের নেতারা। তাঁরা এবার এককভাবে নৌকার প্রার্থী চান। মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাফিজ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশুল আলম, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোহসীন। জাসদ নেতা মোহসীন বলেন, ‘সারা দেশে উন্নয়ন হলেও বাকেরগঞ্জবাসী পিছিয়ে আছে। এ জন্য আমরা নৌকার প্রার্থী চাই।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত